এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২২ মে : ভারত সরকার নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের আর এক কর্মকর্তাকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। তাকে ২৪ ঘন্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে পাকিস্তান হাইকমিশনে আপত্তি পত্র পাঠিয়ে সতর্কবার্তাও দেওয়া হয়েছে।বিদেশ মন্ত্রক (MEA) তাদের বিবৃতিতে বলেছে,’ভারত সরকার নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মরত একজন পাকিস্তানি কর্মকর্তাকে ভারতে তার সরকারি মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ না করার জন্য অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। ওই কর্মকর্তাকে ২৪ ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে বলা হয়েছে।’
এতে আরও বলা হয়েছে,’এই মর্মে আজ পাকিস্তান হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্সের কাছে একটি প্রতিবাদপত্র জারি করা হয়েছে। তাকে নিশ্চিত করতে বলা হয়েছে যে ভারতে কোনও পাকিস্তানি কূটনীতিক বা কর্মকর্তা তার সুযোগ-সুবিধা এবং পদের অপব্যবহার না করেন।’
এর আগে গত ১৩ মে, পাকিস্তান হাইকমিশনে কর্মরত এহসান-উর-রহিম ওরফে দানিশকে ব্যক্তিগতভাবে গুপ্তচরবৃত্তির অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ চলাকালীন এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।।

