এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,২০ মে : উত্তর ২৪ পরগণা জেলার টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঁশবাগান এলাকার ফ্ল্যাটের ছাদের ঘরের শৌচাগারে মজুত বিস্ফোরকে বিকট বিস্ফোরণের পর স্থানীয় তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল ওরফে মহম্মদ রিয়াজউদ্দিন,আরশাদ খান ও মহম্মদ শারুককে গ্রেপ্তার করেছে টিটাগড় থানার পুলিশ । ওই ঘটনার প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘খাগড়াগড়ের মতো এরাজ্যের সব জায়গাতে জিহাদিরা লুকিয়ে আছে ।’
সোমবার জলপাইগুড়ির বানারহাটে ‘তিরঙ্গা যাত্রা’য় যোগ দিতে যাওয়ার সময় বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘এটা সম্ভব হয়েছে এখানে তৃণমূল আছে বলে, তারা ইসলামী জঙ্গিগোষ্ঠী গুলিকে সম্মান দেখায় বলে । তৃণমূল কংগ্রেসের ফারাক্কার বিধায়ক নিষিদ্ধ সংগঠনের প্যারেডে অংশগ্রহণ করে৷ সিমির সদস্য ইমরান সাহেবকে টিএমসি রাজ্যসভায় পাঠায় । অতএব এখানে বিস্ফোরণ ঘটবে । এখানে আরডিএক্স বানানোর মতো লোক কাশ্মীরের সন্ত্রাসবাদী ক্যাম্পের জাভেদ মুন্সী ক্যানিংয়ে গ্রেপ্তার হবে৷ এখানে আনসারুল বাংলার সাদ শেখ তিন বার ঘাসের উপর জোড়া ফুলে ভোট দেবে । তারপর আসাম এস টি এফ তাকে তুলে নিয়ে যাবে । এটা বাংলাতে সাধারণ বিষয় । বাংলার মানুষ নিরাপদ নয় । মমতা ব্যানার্জি থাকলে বাংলার মানুষ নিরাপদ নয় ।’ তিনি বলেন,’গতকাল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও বিস্ফোরণ হয়েছে । আপনারা দেখাননি কেন ? খাগড়াগড়ের মতো সব জায়গাতে জিহাদিরা এখানে লুকিয়ে আছে। এবং এটা সম্ভব হয়েছে সীমানায় কাঁটাতারের বেড়া নাই বলে ।’
প্রসঙ্গত,রবিবার টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঁশবাগানের ফ্লাটে প্রবল বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে । বিস্ফোরণের তীব্রতায় অকুস্থলের দশ ফুট বাই আট ফুটের দেওয়াল জানলা ভেঙে পড়ে । ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ঝুপড়ির কয়েকটি টালির চালের বাড়িও। বিস্ফোরণের অভিঘাতে বহুতলের একাধিক দেওয়ালেও ফাটল ধরেছে। খবর পেয়ে তড়িঘড়ি টিটাগড় থানার পুলিশ সেখানে পৌঁছে ঘটনাস্থলের চারপাশ ঘিরে ফেলে । আবাসনের প্রোমোটার স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ফ্ল্যাটটি জবরদখল করে রাখার অভিযোগ তুললে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
বিজেপি নেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তুভ বাগচি বিস্ফোরণ স্থলের ভিডিও গতকাল এক্স-এ পোস্ট করে বলেছিলেন,টিটাগড়ে জিহাদী কার্যকলাপের সাথে যুক্ত, মণীশ শুক্লা খুনে অন্যতম অভিযুক্ত,তৃণমূলের কাউন্সিলর আরমান মন্ডলের বহুতল আবাসনে ভয়ংকর বিস্ফোরণ! এলাকাবাসীর দৃঢ় বিশ্বাস এই ঘটনার পেছনে জঙ্গি যোগ থাকতে পারে। এনআইএ তদন্তের দাবি জানাচ্ছি।’।

