প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ আগষ্ট : মাদক দ্রব্য সহ পুলিশের হাতে ধরা পড়লো দীর্ঘদিন ফেরার থাকা এক কুখ্যাত দুস্কৃতি । ধৃতের নাম আক্রম শেখ ওরফে এক্রাম। পূর্ব বর্ধমানের কাটোয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কেশিয়া মাঠপাড়া এলাকায় ধৃতের বাড়ি। জেলার কালনা থানার পুলিশ বৃহস্পতিবার ভোররাতে কালনার নান্দাই দুর্গাপুর রেলগেটের কাছথেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি তল্লাশীতে ধৃতের কাছ থেকে পাওয়া গেছে বেশ কিছু পরিমাণ তরল মাদক দ্রব্য ।ধৃতের মোটরবাইটি পুলিশ বাজেয়াপ্ত করেছে । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ এদিনই ধৃতকে পেশ করে কালনা মহকুমা আদালতে। তদন্তের প্রয়োজনে তদন্তকারী অফিসার ধৃতকে নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় । বিচারক ধৃতকে ৩ দিন পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ,আক্রম শেখ কুখ্যাত দুস্কৃতিই শুধু নয় ,একজন শার্প শ্যুটারও বটে । বিভিন্ন অপরাধের ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে আছে । তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগও রয়েছে। তারমধ্যে অন্যতম ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা তোলা আদায়ের অভিযোগ ।এহেন দুস্কৃতি দীর্ঘদিন ফেরার থাকায় পুলিশ তাঁর খোঁজ চালিয়ে যাচ্ছিল। কালনা থানার পুলিশ তার সোর্স মাধ্যমে আক্রম শেখ ওরফে এক্রামের কালনায় আসার খবর পায় । বৃহস্পতিবার ভোররাতে কালনার নান্দাই দুর্গাপুর রেলগেটের কাছে পুলিশ তরল মাদক সহ হাতেনাতে এক্রাম কে ধরে ফেলে ।
এসডিপিও (কালনা)সপ্তর্ষি ভট্টাচার্য জানিয়েছেন, ‘আক্রম শেখ কে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২ কেজির বেশী তরল মাদক দ্রব্য ।তদন্তের প্রয়োজনে তাকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হয়েছে ।’।