এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১৯ মে : নিজের নিরাপত্তা রক্ষীকে গুলি চালিয়ে গ্রেপ্তার হলেন নদীয়ার তৃণমূল কংগ্রেসের নেতা শাজিজুল হক শাহ (মিঠু)। প্রাক্তন মাওবাদী ‘স্কোয়াড্রন লিডার’ শাজিজুল হক বর্তমানে নদীয়ার তৃণমূল কংগ্রেস শাসিত করিমপুর ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পদে আছেন । গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান পুলিশের কনস্টেবল জাহাঙ্গির আলম । রাতেই থানারপাড়া থানার পুলিশ শাজিজুল হককে গ্রেফতার করে। পুলিশ তল্লাশি চালিয়ে তিনটি বেআইনি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে । খুনের চেষ্টা এবং অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে । আজ সোমবার ধৃতকে তেহট্ট মহাকুমা আদালতে তোলা হবে ।
জানা গেছে,রবিবার গভীর রাতে ঘুমোতে যাওয়া নিয়ে নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা বাধে শাজিজুল হক শাহর । তারই মাঝে কাছে থাকা বেআইনি আগ্নেয়াস্ত্র থেকে রক্ষীকে লক্ষ্য করে তিনি গুলি ছোড়েন । যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয় । সেই সময়েও শাজিজুল হক মদের নেশায় আচ্ছন্ন ছিলেন বলে জানা গেছে । প্রসঙ্গত, তেহট্টের তৃণমূল প্রয়াত বিধায়ক তাপস সাহার ছায়াসঙ্গী ছিলেন শাজিজুল হক শাহ । তবে নিছক মদের নেশা নাকি অন্য কোনো কারনে নিজের নিরাপত্তা রক্ষীর উপর তিনি গুলি চালিয়েছিলেন তা স্পষ্ট নয় ।।

