এইদিন ওয়েবডেস্ক,পাকিস্তান,১৮ মে : অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে খতম হল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার অন্যতম ষড়যন্ত্রকারী লস্কর-ই-তৈবা (Lashkar- e-Taiba) কমান্ডার আবু সাইফুল্লাহ খালিদ (Abu Saifullah Nizamani) । আজ রবিবার(১৮ মে ২০২৫) পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাদিন জেলার মাতলিতে গুলি করে হত্যা করা হয়েছে তাকে। জানা যাচ্ছে যে সন্ত্রাসী সংগঠনটির তরফ থেকে তার চলাচল সীমিত করার এবং নিরাপত্তা প্রদানের কঠোর নির্দেশ থাকা সত্ত্বেও, নিজামনিকে তার বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই নিকটবর্তী একটি মোড়ে অজ্ঞাত সশস্ত্র হামলাকারীরা গুলি করে হত্যা করে । গুলি সরাসরি তার বাম দিকের বুকে এসে লাগে এবং ওই সন্ত্রাসী রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ার পর ছটফট করতে করতে মারা যায় । সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।
লস্কর-ই-তৈবার একজন কুখ্যাত সন্ত্রাসবাদী ছিল আবু সাইফুল্লাহ খালিদ । সে রাজাউল্লাহ নিজামানি নামে পরিচিত ছিল । কাশ্মীরে থাকাকালীন বহু নাশকতার ঘটনায় জড়িয়ে ছিল ওই সন্ত্রাসবাদী । ভারতের এই মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী পালিয়ে পাকিস্তানে আশ্রয় নেয় । তাকে “গাজী আবু সাইফুল্লাহ” উপাধি দেয় পাকিস্তান । কাশ্মীরের পহেলগামে হিন্দু পর্যটকদের নরসংহারের ঘটনায় অন্যতম মূল ষড়যন্ত্রকারী ছিল আবু সাইফুল্লাহ খালিদ ৷ এছাড়া, ২০০৫ সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে (IISC) সন্ত্রাসী হামলা,২০০৬ নাগপুরে আরএসএস সদর দপ্তরে আক্রমণ এবং ২০০৮ সালের রামপুরে সিআরপিএফ ক্যাম্পে আক্রমণের মাস্টারমাইন্ড ছিল কুখ্যাত সাইফুল্লাহ খালিদ ।।

