এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১২ আগস্ট : ভূয়ো আইএএস,আইপিএসের পর এবার ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের ভূয়ো ফর্ম বিক্রি করার অপরাধে একজনকে আটক করল বিষ্ণুপুর থানার পুলিশ । বৃহস্পতিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিষ্ণুপুর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের সাহায্যার্থে ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার । এদিকে ইতিমধ্যেই সেই লক্ষীর ভান্ডারের ফর্ম বিষ্ণুপুর শহরের বিভিন্ন ক্যাফে সেন্টারগুলিতে দেদার বিক্রি হচ্ছে । তবে সরকারিভাবে এখনো লক্ষীর ভান্ডারের কোন ফর্ম বাজারে আসেনি বলে জানান বিষ্ণুপুর মহকুমা এসডিও অনুপ কুমার দত্ত । বৃহস্পতিবার বিষ্ণুপুর পৌর শহরের পোকাবাঁধ পাড়া এলাকায় এক অনলাইন ক্যাফে সেন্টার মালিক ভূয়ো লক্ষীর ভান্ডারের ফর্ম বিক্রি করছিল বলে অভিযোগ । গোপন সূত্রে খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ তাঁকে হাতেনাতে পাকড়াও করে। পাশাপাশি তাঁর কাছ থেকে ছটি ফর্ম উদ্ধার করে ।
এই বিষয়ে বিষ্ণুপুর মহকুমা এসডিও অনুপ কুমার দত্ত জানান , সরকারিভাবে এখনো পর্যন্ত লক্ষীর ভান্ডারের কোন ফর্ম বাজারে ছাড়া হয়নি । দুয়ারে সরকার ক্যাম্প থেকে একমাত্র এই ফর্ম পাবেন সাধারন মানুষরা ।।