এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,১৭ মে : ফের ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তাড়াল ভারত । ওই দলে রয়েছে ১১ জন মহিলা, ২ জন পুরুষ ও ৪ জন নাবালক । তাদের ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪২ বিজিবি সীমান্তে দিয়ে ঢুকিয়ে দেয় বিএসএফ৷ তারা ভারতে অবৈধভাবে বসবাস করে আসছিল । গত ২ মে মুম্বাই পুলিশ তাদেরকে পাকড়াও করে । ১৭ মে পর্যন্ত তারা পুলিশ হেফাজতে ছিল । পরে মোট ১২৫ জনকে শিলিগুড়ি বিমানবন্দরে পৌঁছে দেয়। তাদের মধ্যে ১৭ জনকে আজ তাদের নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে৷
বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর, ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ চাপসার বিওপির টহলরত টিম সীমান্ত মেইন পিলার ৩৪৮/২এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর নামে স্থানে তাদের সন্দেহজনক গতিবিধি দেখে আটক করে। ওই ১৭ জন হল—যশোর জেলার বেনাপোল থানার রফিকুল ইসলামের স্ত্রী মোছা. পারভীন বেগম (৪৫), ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর থানার মৃত সহিরুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৪৫), যশোর জেলার শার্শা থানার মৃত রবিউল ইসলামের স্ত্রী মোছা. নুরুন নাহার বেগম (৫০), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মৃত ইউসুফ আলীর স্ত্রী মোছা. ময়না বেগম (৫০), যশোর জেলার যশোর সদর থানার মৃত আরশাদুল হকের স্ত্রী মোছা. শায়না শেখ (৪০), যশোর জেলার ঝিকরগাছা থানার মৃত রবিউল গাজীর স্ত্রী মোছা. রহিমা গাজী (৪৫), যশোর জেলার মনিরামপুর থানার আলআমিন মিয়ার স্ত্রী মোছা. বিলকিছ বেগম (৩৫), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার রুহুল আমিনের স্ত্রী মোছা. রাশিদা বেগম (৬০), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলাম (৩৫), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার সাইফুল ইসলামের স্ত্রী মোছা. নুরতাজ বেগম (৩০), বরিশাল জেলার গৌরনদী থানার সোহেল শিকদারের স্ত্রী নাছিমা বেগম (৩৫), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার সাইফুল ইসলামের মেয়ে মোছা. সায়রা খাতুন (১১), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার সাইফুল ইসলামের ছেলে সোহেল (৭), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার ছেলে রহিম (১৬), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার স্ত্রী মোছা. লাভলী (৩৫), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার ছেলে মো. সামিউল মোল্লা (৪), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার মেয়ে মোছা. আফসানা মোল্লা (৬)।
তারা সকলেই বাংলাদেশি হলেও সেখানকার মিডিয়া ও সেনাবাহিনী এই ঘটনাকে “পুশ ইন” বলে আখ্যা দিচ্ছে । হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ‘ওই ১৭ জনকে বিএসএফ বাংলাদেশের ভেতরে পুশ ইন করেছে। পরে বিজিবি তাদের আটক করে থানায় তুলে দিয়েছে।’ যদিও এই বিষয়ে বিএসিএফের তরফে কিছু জানানো হয়নি ।।
BSF chases away 17 Bangladeshi infiltrators

