এইদিন ওয়েবডেস্ক,চাঁচল(মালদা),১২ আগস্ট : খাদ্য সামগ্রীর মান যাচাই করতে চাঁচলের বেশ কিছু দোকানে হানা দিল খাদ্য দপ্তর । বৃহস্পতিবার চাঁচল থানার পুলিশ, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে দোকান ও মলে ঘুরে খাদ্যে সামগ্রীর মান যাচাই করে দেখেন ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা । উদ্ধার হয় বেশ কিছু মেয়াদ উত্তীর্ন খাদ্যসামগ্রী । এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট নিশিথ মাহাতো, ফুড সেফটি অফিসার আয়েষা খাতুন,চাঁচোল হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাসসহ অন্যান্য আধিকারিকেরা ।
জানা গিয়েছে,চাঁচল বাজারের বেশ কিছু দোকান বিরুদ্ধে বিনা লাইসেন্সে ব্যাবসা করার অভিযোগ উঠল । এই খবর যেতেই নড়েচড়ে বসে খাদ্য দপ্তর । প্রথমে দপ্তর থেকে দোকানগুলিকে নোটিশ করা হয় । কিন্তু তার পরেও তারা বহাল তবিয়তে ব্যাবসা চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ । শেষে এদিন হানা দেয় খাদ্য দপ্তর । দোকান থেকে বেবি ফুড,মেয়াদ উর্ত্তীন খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়। ব্যাবসায়ীদের জানানো হয় দোকানের বৈধ লাইসেন্স না হওয়া অব্দি দোকান বন্ধ থাকবে। এর পরেও দোকান খোলা হলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলে খাদ্য দপ্তরের তরফ থেকে ব্যাবসায়ীদের শতর্ক করে দেওয়া হয়েছে । দোকান ছাড়া এদিন একটি মলেও হানা দেয় খাদ্য দপ্তরের আধিকারিকরা ।
ফুড সেফটি আধিকারিক আয়েষা খাতুন বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই দোকানগুলি নির্দিষ্ট নিয়ম না মেনেই ব্যবসা করছিলেন । পাশাপাশি ব্যাবসায়ীরা মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি করছিলেন বলে অভিযোগও উঠছিল । তাই আমরা এদিন ওই সব দোকানে অভিযান চালাই । বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে । পাশাপাশি বিনা লাইসেন্সে বেবি ফুডও বিক্রি করছিলেন । এই বিষয় তাদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট নিয়ম মানা হবে ততদিন ওই দোকান বন্ধ থাকবে । তার পরেও দোকান খোলা হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।’
চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস বলেন, ‘খাদ্য সামগ্রীর স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। সেগুলি ল্যাবের টেস্ট করার জন্য পাঠানো হবে।’ চাঁচল জুড়ে এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি ।।