এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ মে : ২০২৬ সালের বিধানসভার ভোটের মুখেই চরম বিপাকে পড়ে গেছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার । আজ শুক্রবার এই মামলার শুনানিতে চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে ।
বিজেপি নেতা তরুনজ্যোতি তিওয়ারি এক বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,বকেয়া ডিএ দিতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘ আন্দোলনের মধ্যেও নবান্ন জানিয়েছিল যে বিপুল অঙ্কের মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের দেওয়া সম্ভব নয়। শুক্রবার সুপ্রিম কোর্টের শুনানিতেও সেই একই কথা বলে রাজ্য। রাজ্যের তরফে আইনজীবী দাবি করেন, ৫০ শতাংশ বকেয়া ডিএ মেটাতে গেলে যে বিপুল টাকা লাগবে, তারপর আর রাজ্য চালানো যাবে না।
আজকে মহামান্য সুপ্রিম কোর্ট একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। সেই আদেশ অনুযায়ী রাজ্য সরকারকে বলা হয়েছে বকেয়া ডিএ-এর ২৫% সরকারি কর্মচারীদের পেমেন্ট করতে। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছিল সেই অর্ডার অনুযায়ী যত বকেয়া হয়েছে তার ২৫ শতাংশ ।
রাজ্য সরকার এই মামলা এসএটি এবং কলকাতা হাইকোর্টে একাধিকবার হারে। অনেক বছর সুপ্রিম কোর্টে মামলাটা পেন্ডিং এবং প্রত্যেকবার রাজ্য সরকার বিভিন্ন কারণ দেখিয়ে সময় নিয়ে গেছে। রাজ্য সরকারের আইনজীবী মনু সিংভি আজকেও চেষ্টা করেছিলেন সময় নেওয়ার। ৫০% দেওয়ার কথা কোর্ট প্রথমে বলেছিল এবং সেখানে রাজ্য সরকারের আইনজীবী বলেন এটা হলে রাজ্যের কোমর ভেঙে যাবে কারণ প্রায় ৪০ হাজার কোটি টাকা খরচ হবে এর পিছনে। আপাতত ২৫ % দেওয়ার নির্দেশ দিল মহামান্য সুপ্রিম কোর্ট। বাকিটা ও পরে হবে বলেই আমার বিশ্বাস ।’ তিনি লিখেছেন,সরকারি কর্মচারীদের এটা একটা জয় অবশ্যই। রাজ্য সরকার যে আর্গুমেন্ট করছিল অর্থাৎ বলছিল যে মহার্ঘ ভাতা কোন অধিকার নয় সেই আর্গুমেন্ট মোটামুটি মুখ থুবড়ে পড়েছে। আজকের এই অর্ডারের পর প্রাথমিকভাবে এটা বলাই যায় যে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার। ২০১১ সালে ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কেন্দ্রীয় হারে ডিএ দেবেন কিন্তু তিনি তার কথা রাখতে ব্যর্থ হয়েছেন। সরকারি কর্মচারীরা একাধিক মামলা জয়ের পরেও তাদেরকে বঞ্চিত করে রেখেছে সরকার। বিভিন্ন ভাতা দেওয়ার টাকা আছে সরকারের কাছে কিন্তু সরকারি কর্মচারীদের অধিকারের টাকা দেওয়ার জন্য টাকা নেই।
তিনি আরও লিখেছেন,যদি রাজ্য সরকারের আইনজীবীর কথা ধ্রুব সত্যি ধরে নি তাহলে ২৫% ডিএ দিতে রাজ্য সরকারের খরচ হবে প্রায় ২০ হাজার কোটি টাকা। যদি হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত হস্তক্ষেপ না করে তাহলে সরকারের খরচ হবে প্রায় ৮০ হাজার কোটি টাকা। এটা শুধুমাত্র বকেয়ার হিসাব। পরবর্তী হিসাব ধরলে খরচটা অনেক অনেক বেশি। এই টাকাটা সরকারি কর্মচারীদের প্রাপ্য।আপনারাই হিসাব করুন পশ্চিমবঙ্গ সরকার কি পরিমানের টাকা সরকারি কর্মচারীদের চুরি করেছেন।”
প্রসঙ্গত,২০২২ সালের ২০ মে হাইকোর্ট কেন্দ্রের সমান হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্যকে। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই মামলাতেই আজ শুক্রবার ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার কথা বলল শীর্ষ আদালত।।

