এইদিন স্পোর্টস নিউজ,১৬ মে : ম্যাচ শেষে রেফারিদের সঙ্গে বারবার ঝামেলায় জড়িয়ে নিজের বিপদ ডেকে আনছিলেন লিওনেল মেসি। তাকে সেখান থেকে রক্ষা করেন এমন একজন, ফুটবলে যে ঘটনা বেশ বিরল। ইন্টার মায়ামির অধিনায়কের ত্রাতা হয় আসেন প্রতিপক্ষ দলের কোচ! মেজর লিগ সকারে ইন্টার মায়ামির সঙ্গে স্যান হোজে আর্থকোয়েকসের ম্যাচ শেষের ঘটনা । বৃহস্পতিবার উত্তেজনায় ঠাসা ম্যাচটি ড্র হয় ৩-৩ গোলে। মেসি এ দিন ছিলেন অনেকটাই অচেনা। মাঠে সেভাবে চেনা যায়নি তাকে। ম্যাচ শেষেও তাকে দেখা এমন রূপে, তার ক্যারিয়ারে যা খুব বেশি দেখা যায়নি।
ম্যাচের শেষ প্রান্তে যোগ করা সময়ে স্যান হোজের বক্সের বাইরে ট্যাকল করা হয় মেসিকে। ফাউল না ধরায় ক্ষিপ্ত হয়ে রেফারির দিকে ছুটে যান মেসি। বেশ উত্তেজিত হয়ে কথা বলতে দেখা যায় তাকে। মেসির ক্ষোভ তখনই শেষ হয়ে যায়নি। ম্যাচের পরও তাকে দেখা যায় তেতে উঠে রেফারির দিকে ছুটে যেতে। এতে আর্জেন্টাইন তারকাকে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচের পর দুই দলের খেলোয়াড় ও অফিসিয়ালদের করমর্দনের সময়ও মেসি গজরাচ্ছিলেন। রেফারি ও দুই সহকারী রেফারির মুখোমুখি হয়ে আবার ক্ষিপ্ত হয়ে উঠতে দেখা যায় তাকে। আঙুল উঁচিয়ে কিছু বলতে থাকেন তিনি। ফুঁসতে থাকা তারকাকে রেফারি বলেন, এক্ষুনি সরে যান এখান থেকে।’ ধারাভাষ্যকার তখন বলছিলেন, ‘মেসির মনে হয় দ্বিতীয় হলুদ কার্ড পেতে খুব ইচ্ছে করছে…।’
সেই উত্তেজনা প্রশমনে এগিয়ে আসেন স্যান হোজের কোচ ব্রুস অ্যারেনা। শান্তিস্থাপকের ভূমিকায় দেখা যায় তাকে। দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেন তিনি। এক পর্যায়ে সেখান থেকে তিনি সরিয়ে নিয়ে যান মেসিকে।
৭৩ বছর বয়সী কোচ ম্যাচের পর সংবাদ সম্মেলনে তুলে ধরেন সেই সময়ের পরিস্থিতি। তিনি বলেন,’সে (মেসি) অবশ্যই খুব সন্তুষ্ট ছিল না। আমি স্রেফ চেষ্টা করছিলাম, সে যেন লাল কার্ড না পায়। চেষ্টা করছিলাম তাকে সরিয়ে নিয়ে যেতে । ম্যাচ শেষে তার এভাবে লাল কার্ড পাওয়া হতো খুবই অদ্ভুত।’ তিনি বলেন,’আমি নিশ্চিত করার চেষ্টা করছিলাম, তাকে যেন ওখান থেকে বের করে নিতে পারি এবং মায়ামির পরের ম্যাচের জন্য সে প্রস্তুত থাকে।’
যুক্তরাষ্ট্রের ফুটবলে সবচেয়ে পুরোনো ও অভিজ্ঞ কোচদের একজন এই ব্রুস অ্যারেনা। কোচিং করাচ্ছেন তিনি প্রায় ৫২ বছর ধরে! খেলোয়াড়ি জীবন চলার সময়ই ১৯৭৩ সালে কোচিংয়ে নাম লেখান তিনি। খেলা ছাড়ার পর কোচিংকেই পেশা বানিয়ে নেন, সেই যাত্রা চলছে এখনও। অন্যদিকে মেজর লিগ সকারে এবার নিজের সেরা ধারাবহিকতায় এখনও পর্যন্ত নেই মেসি। গোল করেছেন লিগে পাঁচটি, সহায়তা করেছেন তিন গোলে।সাম্প্রতিক সময়ে খুব ভালো ফর্মে নেই তার দলও। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ছয় ম্যাচের স্রেফ একটি জিততে পেরেছে তারা।।

