এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,১৬ মে : বাংলাদেশিদের ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া মোহাম্মদ দিদারুল আলম ওরফে রানা সরকার ও শোয়েব কোরেশিকে গ্রেপ্তার করেছে গুজরাট এটিএস। তাদের আহমেদাবাদ থেকে ধরা হয়েছে । ধৃতরা ১৭ জন বাংলাদেশিকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করতে সাহায্য করেছিল । প্রথমে জাল নথি তৈরি করে দেয় এবং তারপর ভারতীয় পাসপোর্ট তৈরি করে বাংলাদেশিদের দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে তদন্তকারী দল । এটিএসের জানিয়েছে, তৃতীয় অভিযুক্ত রবিউল ইসলাম দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গেছে ।
পুলিশ সূত্রে খবর,দিদাউল আলম ২০১২ সালে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল । সে বাংলাদেশের কিশোরগঞ্জের বাসিন্দা। ২০১৫ সাল থেকে সে আহমেদাবাদের নারোল এলাকায় বসবাস করছিল । ২০১৭ সালে ভারতীয় পাসপোর্ট পায় সে এবং ভিআইপি মোবাইল অ্যান্ড মানি ট্রান্সফার নামে একটি দোকান খোলে । সে জাল জন্ম শংসাপত্র, আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করেছে।দ্বিতীয়জন রবিউল ইসলাম রাজস্থানের বাসিন্দা। সে আহমেদাবাদে আল কুরেশি এন্টারপ্রাইজ নামে একটি দোকান খুলে জাল আধার কার্ড এবং প্যান কার্ড তৈরির ব্যবসা শুরু করে। তার দোকান থেকে প্রায় ৩০টি জাল নথি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।।

