এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ মে : বিকেলে কলকাতার বিধাননগরের তৃণমূল নেতা সব্যসাচী দত্ত-এর গুন্ডাবাহিনী এবং রাতে কলকাতা পুলিশের এলোপাথাড়ি লাঠিচার্জের মুখে পড়তে হল বিকাশ ভবনে আন্দোলন রত চাকিরাহারাদের । পুলিশের লাঠির আঘাতে মাথা ফেটে গিয়েছে মহিলাসহ একাধিক আন্দোলনরত শিক্ষকের ।বেশ কয়েকজন গুরুতর জখম বলে জানা গেছে । চাকিরাহারাদের উপর পুলিশের এলোপাথাড়ি লাঠিচার্জকে ‘বর্বরতার এক ভয়াবহ প্রদর্শনী’ বলে আখ্যা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য ।
তিনি রাস্তায় শুয়ে ও বসে যন্ত্রনায় কাতরানো দুই চাকিরাহারা মহিলা শিক্ষিকার ভিডিও ভাগ করে নিয়ে এক্স-এ লিখেছেন,’কলকাতার বিধাননগরের বিকাশ ভবনের দৃশ্য । বর্বরতার এক ভয়াবহ প্রদর্শনীতে, রাজ্য পুলিশ সহিংস লাঠিচার্জ শুরু করে। একজন মহিলা শিক্ষিকাকে এতটাই মারধর করা হয়েছিল যে তার পা ভেঙে গিয়েছিল; অন্য একজনের মাথায় আঘাত লেগেছিল। দুজনেই মাটিতে পড়ে ব্যথায় চিৎকার করছিল, চিৎকার করছিল এবং কাঁদছিল। কিন্তু সাহায্য করার পরিবর্তে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত অন্যদের উপর লাঠিচার্জ চালিয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ কর্তৃত্ববাদ এবং ক্ষমতার অপব্যবহার সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করে।’
জানা গেছে,তৃণমূল নেতা সব্যসাচী দত্ত-এর গুন্ডাবাহিনীর হামলার পরেও আন্দোলন অব্যাহত রেখেছিলেন চাকরিহারারা । সন্ধ্যায় বিকাশ ভবনের সরকারি কর্মীদের এসকর্ট করে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। কিন্তু চাকরিহারারা বাধা দেন । আর তখনই এলোপাথাড়ি লাঠিচার্জ শুরু করে দেয় পুলিশ। তারপর পুলিশ বিকাশ ভবনের ভেতরে আটকে থাকা কর্মীদের বের করে । পুলিশের লাঠিচার্জে আন্দোলকারী প্রচুর মহিলা ও পুরুষ আহত হয়েছেন । লাঠির আঘাতে বেশ কয়েকজনের মাথা ফেটে গেছে এবং পা ভেঙেছে বেশ কয়েকজনের । আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো-সহ আরও অনেক চিকিৎসক আসেন বিকাশ ভবন চত্বরে । তারা আহত আন্দোলনকারীদের দ্রুত চিকিৎসাও শুরু করেন । অনিকেত জানন, একাধিক শিক্ষক শিক্ষাকর্মী গুরুতর জখম হয়েছে পুলিশের লাঠির আঘাতে ।।

