এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ মে : আজ বৃহস্পতিবার বিকাশভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিহারারা। সেই সময় সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে তাদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল নেতা সব্যসাচী দত্তর বিরুদ্ধে । খবর করতে যাওয়া সাংবাদিকদের উপরেও সব্যসাচী দত্তর গুন্ডাবাহিনী হামলা চালায় বলে অভিযোগ । ক্যামেরা টেনে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় । এক চিত্র সাংবাদিকের ঠোঁট ফেটে যায় । এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বিকাশভবনে সাংবাদিকদের হামলায় দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান । পাশাপাশি এই ঘটনায় কলকাতা প্রেস ক্লাবের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন । তিনি কলকাতা প্রেস ক্লাবকে ‘তোলামূল কংগ্রেসের শাখা সংগঠন’ বলে অবিহিত করেছেন ।
শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ – সংবাদমাধ্যম। সৌজন্যে তোলামূল নেতা। বিকাশভবন গেছিলেন সব্যসাচী দত্ত। সেখানে আগে থেকেই বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিহারারা। বিকাশভবন পৌঁছতেই চাকরিহারাদের বিক্ষোভের মুখে পড়েন সব্যসাচী দত্ত। তাঁকে ‘চোর-চোর’ স্লোগান দিয়ে অভ্যর্থনা জানান চাকরিহারারা। নিরাপত্তারক্ষীরা ওনাকে বের করে গাড়িতে নিয়ে গেলে, গাড়ির সামনে শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন চাকরিহারারা।
ব্যস, ধৈর্য হারান সব্যসাচী দত্ত। নিজের অনুগামী (সমাজ বিরোধীদের) ডাকিয়ে এনে চাকরিহারাদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে গায়ের জোর প্রয়োগ করান।
পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেই খবর করছিল সংবাদমাধ্যম। কিন্তু সেই খবর করতে গিয়েই আক্রান্ত হন TV9 বাংলার সাংবাদিক। তাঁর ওপরে চড়াও হন সব্যসাচী দত্তর ‘অনুগামীরা’। TV9 বাংলার ক্যামেরাম্যান সূর্যেন্দু কে মেরে ঠোঁট ফাটিয়ে দেওয়া হয়। অপর সাংবাদিকের গলা টেপার চেষ্টা সহ মারধর হয়।
তিনি আরও লিখেছেন,’কিন্তু এত কিছুর পরেও, সব্যসাচী দত্ত অনুশোচনা না দেখিয়ে এই উগ্র গায়ের জোয়ারীর পক্ষে সওয়াল করেন।আমি সাংবাদিক নিগ্রহের এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি কলকাতা পুলিশকে অনুরোধ করবো অবিলম্বে ভিডিও ফুটেজ দেখে সমস্ত দুষ্কৃতীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক। এক্ষেত্রেও পূর্বের দৃষ্টান্ত মতো তোলামূল কংগ্রেসের শাখা সংগঠনে পরিণত হওয়া কলকাতা প্রেস ক্লাব মুখে কুলুপ আঁটবে !’
Shuvendu Adhikari demands arrest of miscreants who attacked journalists at Vikas Bhavan and criticizes Kolkata Press Club, a ‘branch organization of Tolamool Congress’

