জর্জ চৌধুরী,কালনা: পূর্ব বর্ধমান জেলার কালনায় আসন্ন বিধানসভা ভোটের প্রচারে দেওয়াললিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। ভোটের নির্ঘন্ট যদিও ঘোষণা হয়নি। তবুও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে চেয়ে প্রচার শুরু করলেন তৃণমূলের কর্মী সমর্থকরা।
বৃহস্পতিবার দেখা যায় ঘাসফুল প্রতীক আঁকা হয়েছে। লেখায় আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবার আবেদন রাখা হয়েছে।শুধু প্রার্থীর নামের উল্লেখ বাদ রাখা হয়েছে।যদিও বিজেপি এবিষয়ে তুলনামূলক শাশকদলের থেকে পিছিয়ে রয়েছে।তবে তৃণমূলের এই আগাম দেওয়াল লিখনের বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতৃত্ব।
কালনার তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা বৃহস্পতিবার কালনা বিধানসভার কালনা শহরেই দেওয়াল লিখনের আসরে নামেন।বেশ কয়েকটি দেওয়ালে তারা তৃণমূল কংগ্রেসের প্রতীক অাঁকেন।পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী করার জন্য ভোট দেবার কথা উল্লেখ করেছেন।শুধু দেওয়াল গুলিতে প্রার্থীর নামের জায়গা ফাঁকা রাখা হয়েছে।কালনা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার জানিয়েছেন,জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ ও যুব সভাপতি রাসবিহারী হালদারের নির্দেশে তারা দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন।তৃণমূলের এই দেওয়াল লিখনকে কটাক্ষ করেছেন বর্ধমান পূর্ব বর্ধমান জেলা বিজেপির সম্পাদক সুদীপ্ত রায়।এই বিষয়ে তিনি বলেন,‘অস্তিত্বের সংকট তৈরী হয়েছে তৃণমূলের।এই দেওয়াল লিখনই তার নমুনা।কারণ এখনো ঢের সময় পর বিধানসভা নির্বাচন।মমতা বন্দ্যোপাধ্যায় যে আর মুখ্যমন্ত্রী হবে না সেই আতঙ্ক থেকেই আতঙ্কগ্রস্ত তৃণমূল নেতারাই ভয়ে এইসব কাজ করছে।যাই করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা এইবার শুধু দেওয়ালের লেখাতেই থেকে যাবে।এইবার সরকার গঠন করবে বিজেপি।’