প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৪ মে : ভারত ও পাকিস্তানের মধ্যেকার উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অপত্তিকর পোস্ট । তার দায়ে গ্রেপ্তার হল নূর মহম্মদ শেখ নামে এক যুবক। পূর্ব বর্ধমানের কালনার অনুখাল উত্তর-পশ্চিম পাড়ায় ধৃতের বাড়ি ।এলাকার বিজেপি নেতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে কালনা থানার পুলিশ বুধবার নূর মহম্মদ কে কালনা আদালতে পেশ করে। বিচারক ধৃতকে ৫ দিন পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন । তবে শুধু নূর মহম্মদ’ই নয়। ফেসবুকে ভারতের প্রতি বিদ্বেষ পোষণ করে পাকিস্তানকে তোল্লা দেওয়ার দায়ে জেলার আরও দুই যুবক গ্রেপ্তার হয়েছে।তাদের নাম সরিফল শেখ ও রবিউল খান।ধৃতদের মধ্যে সরিফুল গুসকরা ও রবিউল কাটোয়ার বাসিন্দা। কড়া ধারায় মামলা রুজু করে পুলিশ এই দু’জনকেও এদিন আদালতে পেশ করে হেপাজতে নিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,নূর মহম্মদ শেখ পেশায় ট্রাক্টর চালক। অভিযোগ,নূর মহম্মদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর দুটি ছবি পোস্ট করে ।তার মধ্যে একটি ছবিতে দেখা যায়,পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেল্ট বেঁধে মোদিকে নিয়ে যাচ্ছেন। আর অপর ছবিতে দেখা যায় ,মিসাইল হামলার ভয়ে পালাচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী ।
এমনটা দেখার পরেই কালনার অনুখাল এলাকার বিজেপি নেতা সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আজ বুধবার কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তড়িঘড়ি মামলা রুজু করে অভিযুক্ত নূর মহম্মদকে গ্রেপ্তার করে। এদিনই ধৃতকে কালনা মহকুমা আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতের নিয়েছে। তদন্তের প্রয়োজনে পুলিশ অভিযুক্তের মোবাইল ফোনটি পুলিশ বাজেয়াপ্ত করেছে।
একই রকম ভাবে ভারত বিদ্বেষী পোস্ট করার দায়ে ধৃত সরিফুল শেখ গুসকরা পুরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা৷তিনি ইমারতি সামগ্রীর ব্যবসা করেধ। ’রক সরাফ” নামে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে সরিফুল একটি ভিডিও পোস্ট করেন তাতে পাকিস্তানের একটি যুদ্ধ বিমানের ছবি রয়েছে।তার ক্যাপসানে লেখা,”এই কিংটা ভারতের চারটে রাফাল ব্লাষ্ট করেছে।“পাশাপাশি তার ওই ফেসবুক পোস্টে পাকিস্তানের পতাকা সহ তনি লিখেছেন,”হাই মাই জান পাকিস্তান” ।
এই ফেসবুক পোস্ট এলাকার বাসিন্দাদের নজরে আসতেই তারা পুলিশকে বিষয়টি জানান। সেই খবর পেয়ে সরিফুল শেখ তার পোস্ট মুছে দেয় । কিন্তু তাতে লাভ হয় নি। আগেই থেকেই সরিফুলের ফেসবুক পোস্টের স্ক্রীন শর্ট নিয়ে রাখেন স্থানীয়রা। সেই স্ক্রীন শর্টসহ থানায় অভিযোগ জমা পড়লে মঙ্গলবার রাতে সরিফুল শেখকে গ্রেপ্তার করে গুসকরা ফাঁড়ির পুলিশ।
ভারত প্রতি বিদ্বেষ পোষণ করে পাকিস্তানের গুণগান করার ব্যাপারে রবিউল খান টেক্কা দিয়েছে নূর মহম্মদ ও সরিফুল কে । রবিউল খান কাটোয়া থানার গাজিপুর গ্রামের বাসিন্দা। তিনি এখন হায়দরাবাদের একটি হোটেলে কাজ করেন। দিন পাঁচেক আগে তিনি তাঁর ফেসবুক থেকে একটি পোস্ট করেন। তাতে বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটরদের একটি ভিডিও তিনি শেয়ার করেছিলেন । সেখানে পাকিস্তানের একটা মিশাইলের ছবির ক্যাপশনে লেখা ছিল, “পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান কখনও মুছবে না। মুছে যাবে হিন্দুস্তান, হিন্দুত্ববাদ – ইনসাল্লাহ।“
এই পোস্ট ভারত প্রেমী এলাকার বাসিন্দাদের নজরে পড়তেই ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়। রবিউল খানের বিরুদ্ধে কাটোয়া থানায় লিখিত অভিযোগ জমা পড়ে। তা জানতে পেরে রবিউল খান গা ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ মঙ্গলবার রাতে কাটোয়া স্টেশন এলাকা থেকে রবিউল খানকে গ্রেপ্তার করে । এদিন তাকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ ৩ দিনের হেপাজতে নিয়েছে।।

