এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৪ মে : বাংলাদেশের নবীগঞ্জে গণেশ পূজার অনুষ্ঠানে জিহাদি হামলার ঘটনা ঘটেছে । হামলায় আহত হয়েছে ৩ জন পুণার্থী । সোমবার রাতে এই হামলার ঘটনায় পূজা আয়োজক চনু দাশ থানায় মামলা করেন। মামলায় ছয় জনের নাম উল্লেখসহ আরও ৭-৮ জন অজ্ঞাতকে আসামি করা হয়। ধৃত দুই জিহাদি হল-আনমনু গ্রামের বাসিন্দা মাহমুদুর রহমান (২০) ও কলেজপাড়ার বাসিন্দা তানভীর মিয়া (১৯)। আহতদের মধ্যে রয়েছেন শ্রীবাস দাস (৩২), নয়ন দাশ (১৮) ও মমতা দাশ (৩০)। তারা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূজার দিন রাতে নাম সংকীর্তন চলাকালীন পার্শ্ববর্তী গ্রামের কিছু মুসলিম তরুণের সঙ্গে আয়োজকদের বাকবিতণ্ডা হয় । তাদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলা হলে কিছুক্ষণ পর ১৫-২০ জন জিহাদি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। মণ্ডপে ভাঙচুর ও পুণার্থীদের মারধর করা হয় । মারধরে তিন জন আহত হন। নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন জানান, মামলা নেওয়ার পর দুই জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।।

