এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১২ আগস্ট : ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (Indian Space Research Organisation) বা ISRO-র পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট EOS-03 র উৎক্ষেপণ সফল হল না । ক্রায়োজেনিক স্তরে কিছু সমস্যা থাকায় এই মিশন ব্যার্থ হয় । পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট EOS-03 স্যাটেলাইট উৎক্ষেপণের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ । পূর্ব ঘোষণা মত বৃহস্পতিবার ভোর ৫.৪৩ মিনিট নাগাদ শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (Satish Dhawan Space Centre) থেকে জিএসএলভি-এফ ১০ মাধ্যমে EOS-03 কে মহাকাশে উৎক্ষেপনের প্রক্রিয়া শুরু করেছিল ইসরো । কিন্তু উৎক্ষেপনের প্রথম দুই পর্যায়ে সহ ঠিকঠাক থাকলেও তৃতীয় পর্যায়ে ক্রায়োজেনিক স্তরে কিছু সমস্যা দেখা দেয় ।
এরপরেই ইসরোর তরফ থেকে ট্যুইটারে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ‘পূর্ব নির্ধারিত সময়ে আজ ভোর ৫টা ৪৩ মিনিটে GSLV-F10 উৎক্ষেপণ করা হয় । প্রথম ও দ্বিতীয় পর্যায়ে সব স্বাভাবিক ছিল । কিন্তু ক্রায়োজেনিক স্তরে প্রযুক্তিগত অসঙ্গতি দেখা যায় । সেই কারনে এই মিশন সম্পন্ন করা যায়নি ।’
কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং একটি ট্যুইট বার্তায় বলেন, ‘ইসরোর চেয়ারম্যান ডঃ কে সিভান বিষয়টি সবিস্তারে ব্যাখ্যা করেছেন । প্রথম দুটি ধাপ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে । তারপর কেবলমাত্র ক্রায়োজেনিক স্তরে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় । এই মিশন কোনও এক নির্দিষ্ট সময়ে ফের সম্পন্ন করা হবে ।’।