এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৩ মে : ভারতকে ইসলামি রাষ্ট্র করা বা ‘গাজওয়াতুল হিন্দ’-এর নামে দেশবিরোধী, বিদ্বেষমূলক প্রচারের অভিযোগে মোস্তাক মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার পুলিশ । ধৃতের বাড়ি বিষ্ণুপুর ব্লকের বগডহরা গ্রামে । আজ মঙ্গলবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক । এই কর্মকাণ্ডে আর কারা যুক্ত আছে তা জানতে ধৃতকে জেরা করছে পুলিশ । অন্যদিকে দেশবিরোধী পোস্ট করে গ্রেপ্তার হল বসিরহাটের সাইফুদ্দিন আহমেদ নামে আরও এক যুবক ।
জানা গেছে,‘গাজওয়াতুল হিন্দ’-এর নামে বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছিল মোস্তাক মণ্ডল । বিষয়টি বিষ্ণুপুর থানার পুলিশের নজরে পড়লে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । এরপর মোস্তাককে গ্রেপ্তার করা হয় । পাশাপাশি সামাজিক মাধ্যমে দেশবিরোধী পোস্ট করার অভিযোগে বসিরহাট থানার শাঁকচুড়া এলাকা থেকে সাইফুদ্দিন আহমেদ নামে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । আজ ধৃতকে বসিরহাট আদালতে তুলে ৩ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী পোস্ট করায় সফিক খান নামে এক যুবককে গ্রেপ্তার করে বাঁকুড়ার রাইপুর থানার পুলিশ । গত শনিবার ওই থানা এলাকার উপরবাঁধা গ্রামের বাসিন্দা সফিক খানের বিরুদ্ধে দেশ-বিরোধী ও দেশের সেনাদের প্রতি অসম্মানজনক পোস্ট করার লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই দিন রাতে বাড়ি থেকে সফিককে গ্রেফতার করে পুলিশ। রবিবার খাতড়া আদালতে তোলা হয়। আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তের হয়ে কোনও আইনজীবী সওয়াল করতে চাননি। আগামী ২৩ মে পর্যন্ত ধৃতের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।।

