এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ মে : দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত(২৫) রহস্যজনকভাবে মারা গেছে । আজ মঙ্গলবার নিউটাউনের সাপুরজি আবাসন থেকে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রিঙ্কু মজুমদারের প্রথমপক্ষের স্বামী রাজা দাশগুপ্তর ঔরসজাত সন্তান সৃঞ্জয় । রাজা দাশগুপ্ত বিজপুর উত্তরপাড়া নবনগরের বাসিন্দা । সৃঞ্জয় পেশায় আইটি কর্মী ছিলেন । তাঁর মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে ৷ মৃতদেহের ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
বেশ কয়েক বছর আগে প্রথমপক্ষের স্বামী রাজা দাশগুপ্তর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ৪৭ বছরের রিঙ্কুর। গত ১৮ এপ্রিল বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে তার বিয়ে হয় । রিঙ্কুর ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। মায়ের দ্বিতীয় বিয়েতে তিনি সম্মতিও দিয়েছিলেন । তবে মায়ের বিয়ের দিন কলকাতায় ছিলেন না সৃঞ্জয় । তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন । তবে মায়ের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জনান সৃঞ্জয় ওরফে প্রীতম ।কিন্তু আজ সকালে শোবার ঘর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ।
জানা গেছে,সৃঞ্জয়ের বালিশের বাম পাশ থেকে বেশ কিছু ওষুধও উদ্ধার হয়। একাধিক রোগে আক্রান্ত ছিলেন প্রীতম। তাঁর নার্ভের সমস্যা ছিল। তিনি ওষুধ খেতেন। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে ।যদিও এনিয়ে রাজা দাশগুপ্ত বা রিঙ্কু মজুমদার কোনো মন্তব্য করেননি । তবে আরজি কর মেডিক্যাল কলেজে দেখা যায় রাজা দাশগুপ্তকে ।।

