এইদিন ওয়েবডেস্ক,হরিয়ানা,১২ মে : হরিয়ানায় পুলিশ ৩৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। তারা সকলেই হিসারের হানসি এলাকায় অবৈধভাবে বসবাস করছিল । এর মধ্যে ১৪ জন পুরুষ, ১১ জন মহিলা এবং ১৪ জন শিশু রয়েছে । পুলিশ এই অনুপ্রবেশকারীদের অবৈধভাবে থাকার তথ্য পেয়েছিল, যার পরে এই ব্যবস্থা নেওয়া হয় । পুলিশের মতে,ধৃতরা সবাই তোশাম রোডের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিল । তদন্তে তাদের কাছ থেকে কোনও ধরণের নথি পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের সময় তারা জানায় যে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এসেছে। তবে কারা তাদেরকে সীমান্ত পার হতে সাহায্য করেছে তা বলেননি। নিরাপত্তা সংস্থাগুলি এই বিষয়টি তদন্ত করছে।
হানসির এসপি অমিত যশবর্ধন বলেছেন যে এই সমস্ত বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে। ততক্ষণ পর্যন্ত তাদের দিল্লিতে বাংলাদেশি ক্যাম্পে রাখা হবে। পুলিশ জানিয়েছে যে এই অভিযানটি গোপনে পরিচালিত হয়েছিল। ভবিষ্যতেও, ভাটি এবং কারখানাগুলিতে শ্রমিকদের লাগাতার পরীক্ষা করা হবে বলেও তিনি জানান ।।

