এইদিন বিনোদন ডেস্ক,১২ মে : কন্নড় ‘কমেডি খিলাড়িগালু’ খ্যাত অভিনেতা রাকেশ পূজারী আজ সোমবার মারা গেছেন। রাকেশ উদুপি জেলার কারকালা তালুকের নিত্তে একটি মেহেন্দি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান । ঘটনাটি আজ (১২ মে) রাত ২টার দিকে ঘটেছে বলে জানা গেছে। অভিনেতা এবং ঘনিষ্ঠ বন্ধু শিবরাজ কেআর পিট রাকেশের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
২০১৮ সালে জি কন্নড়ের ‘কমেডি খিলাড়িগালু সিজন ২’-এর জন্য রাকেশকে নির্বাচিত করা হয়েছিল। রানার-আপ দলে ছিলেন। পরে তিনি ৩য় সিজনে বিজয়ী হন। তিনি কন্নড় চলচ্চিত্র ‘পাইলওয়ান’ এবং ‘ইদু এন্থা লোকাভায়’-এও অভিনয় করেছেন। তিনি ‘পেটকাম্মি’ এবং ‘আম্মার পুলিশ’-এর মতো তুলু ভাষার ছবিতেও অভিনয় করেছেন। রাকেশের মৃত্যুতে তার ভক্ত এবং ঘনিষ্ঠ বন্ধুরা মর্মাহত, এবং সকলেই তার মৃত্যুতে শোকাহত।।

