এইদিন ওয়েবডেস্ক,পাণ্ডবেশ্বর(পশ্চিম বর্ধমান),১১ আগস্ট : বাড়ির অদূরে ঝোপের মধ্য থেকে এক যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার পন্থনগর গ্রামে । পুলিশ জানায় মৃতের নাম দিলীপ তুড়ি (৩০) । প্রাথমিকভাবে অনুমান, ওই যুবককে শাবল জাতীয় কোন কিছু দিয়ে নির্মমভাবে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছে । তবে খুনের কারন স্পষ্ট নয় । বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,পন্থগরের মাঝিপাড়ায় বাড়ি দিলীপ তুড়ি নামে ওই যুবকের । তিনি স্থানীয় এক মুরগির মাংস বিক্রেতার দোকানে কাজ করতেন । মৃতের বোন মধু তুড়ি জানান, তাঁর দাদা প্রতিদিন রাত্রি ন’টা নাগাদ বাড়ি ফিরে আসত । কিন্তু মঙ্গলবার অনেক রাত পর্যন্ত সে বাড়ি ফিরছে না দেখে তাঁরা রাত্রি পায় ১০ নাগাদ খুঁজতে বের হন । তখন গ্রামের ফুটবল মাঠ সংলগ্ন ঝোপের মধ্যে তাঁর দাদার ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায় । কিন্তু ঠিক কি কারনে তাঁর দাদাকে নৃসংসভাবে খুন করা হল সেই বিষয়ে কিছু জানাতে পারেননি মধু দেবী । তিনি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান । জানা গেছে,ঘটনাস্থলের কাছাকাছি সিসিটিভি ক্যামেরা রয়েছে । ওই ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতিদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।