এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,১১ মে : উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের স্বরূপনগর থানা এলাকা থেকে এক মহিলাকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে । শনিবার সকালে বছর ৩২-এর এক মহিলা গ্রামের পাশে পাট খেতে কাজ করতে গিয়েছিলেন । সেই সময় তাকে একা পেয়ে ধর্ষণ করে দেয় বছর তেতাল্লিশের আমিরুল গাজী নামে এক ব্যক্তি । তারপর সে নির্যাতিতাকে মাঠের মধ্যে ফেলে রেখে চম্পট দেয় । নির্যাতিতা মহিলা বাড়ি ফিরে ঘটনার কথা জানালে স্বরূপনগর থানায় এনিয়ে অভিযোগ দায়ের করে পরিবার । সেই অভিযোগের ভিত্তিতে ধর্ষক আমিরুল গাজীকে ওইদিন রাতে গ্রেপ্তার করে পুলিশ । আজ রবিবার তাকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
জানা গেছে, শারীরিক নির্যাতনের জেরে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা । তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন । অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার ।।

