এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১১ আগস্ট : কেতুগ্রামে বোমা বাঁধকে গিয়ে বিস্ফোরণে হাত উড়ে যাওয়ার ঘটনায় ধৃত অষ্টম হাজরাকে (২৮) জেল হেফাজতের নির্দেশ দিল বিচারক । ঘটনাটি ঘটে গত ৬ জুলাই গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার আমগড়িয়া ও আন্না গ্রামের মাঝামাঝি এলাকায় । ওইদিন মাঠে বসে বোমা বাঁধছিল অষ্টম । সেই সময় কোনওভাবে বিস্ফোরণ হয়ে যায় । যার জেরে তার দু’হাতের তালু উড়ে যায় ।
অষ্টম হাজরার বাড়ি বীরভূম জেলার লাভপুর থানার থিবাগ্রামে । আমগড়িয়া গ্রামে তার শ্বশুরবাড়ি । কয়েক বছর ধরে সে শ্বশুরবাড়িতেই রয়েছে । বিস্ফোরণের ঘটনার পর শ্বশুরবাড়ি গ্রামেরই এক চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা করানো হয় । তারপর শ্বশুরবাড়িতেই ছিল ওই যুবক । খবর পেয়ে পরের দিন ভোরে কেতুগ্রাম থানার পুলিশ গিয়ে তাঁকে আটক করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে । সেখান থেকে তাকে বর্ধমান শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । মঙ্গলবার ছাড়া পেলে পুলিশ তাকে গ্রেফতার করে এদিন আদালতে পেশ করে । ধৃতকে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত ।।