এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১০ মে : শনিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিহত এবং দুইজন কর্মী গুরুতর আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। রাজৌরি শহরের ম্যাজিস্ট্রেটের বাসভবনে পাকিস্তানি গোলাবর্ষণে গুরুতর আহত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজকুমার থাপ্পা মারা গেছেন । কর্মকর্তারা জানিয়েছেন, আহত আরও দুই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও রাজকুমার থাপ্পার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ওমর আবদুল্লাহ ‘এক্স’-এ পোস্ট করে লিখেছেন,আজ রাজৌরি শহর লক্ষ্য করে পাকিস্তানি গোলাগুলিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজকুমার নিহত হয়েছেন । এই ঘটনায় আমার শোক ও দুঃখ প্রকাশ করার কোন ভাষা নেই।, “তার আত্মা শান্তিতে থাকুক।” আমরা সরকারি প্রশাসনিক পরিষেবার একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারালাম। গতকালই, রাজকুমার উপ-মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন। তিনি আমার সভাপতিত্বে অনলাইন সভায়ও অংশগ্রহণ করেছিলেন ।’ বেসামরিক এলাকা লক্ষ্য করে পাকিস্তানি গোলাগুলিতে জম্মু ও কাশ্মীরের পুলিশ অফিসার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন। ভারত পহেলগাম হামলার প্রতিশোধ নিতে “অপারেশন সিঁদূর” শুরু করার পর এই আক্রমণটি ঘটে। পাকিস্তানের আগ্রাসনের ফলে এই অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ এবং ড্রোন হামলা হচ্ছে ।।

