এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ মে : কাশ্মীরের পহেলগামে ইসলামি সন্ত্রাসী হামলায় ২৬ জন হিন্দু পর্যটকের মৃত্যুর পর বর্তমানে “অপারেশন সিঁদুর” চলছে । পাকিস্তানের ভিতরে ঢুকে একের পর এক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করছে ভারতীয় সেনাবাহিনী । গত ৭-৮ মে,মধ্য রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসীদের ৯ টি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বীর সেনা । বৃহস্পতিবার সকাল থেকেই পাকিস্তানের একাধিক শহরের ১৫ টি ঠিকানায় অন্তত ৫০ টি আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ভারত । ভারতের অভিযানে পাকিস্তানের বহু ক্ষয়ক্ষতি হয়েছে । খতম হয়েছে বহু ইসলামি সন্ত্রাসবাদী । পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখনো পর্যন্ত ১৯৯ জন সন্ত্রাসী নিকেশ হয়েছে । তিনি আরও ৬১ জন সন্ত্রাসীর লাশ ফেলার দাবি জানিয়েছেন ।
মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ শুভেন্দু অধিকারী কোথায় কত সন্ত্রাসী নিকেশ হয়েছে তার তালিকা দিয়ে লিখেছেন,”অপারেশন সিঁদূর”-এর পর সীমান্তের ওপার থেকে আসা মৃত্যুর সংখ্যা এটি। পহেলগামে একজন নিরীহ হিন্দু পর্যটকের মৃত্যুর জন্য কমপক্ষে ২৬০ জন, অর্থাৎ ২৬ x ১০ জন সন্ত্রাসীর প্রয়োজন। আবর্জনার আস্তাকুর পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনাগুলি ভারতীয় বাহিনী সহজেই আঘাত করেছে। অপারেশন সিঁদূর চলছে এবং পাকিস্তানকে এর জন্য প্রচুর মূল্য দিতে হবে। জয় হিন্দ। জয় হিন্দ কি সেনা।’
শুভেন্দুর দেওয়া তথ্য অনুযায়ী, মুজাফফরাবাদে ২৮, কোটলী ১০০, মুরিদকে ১৯,বাহাওয়ালপুর ৪০ এবং লিপাতে ১২ জন সন্ত্রাসী খতম হয়েছে ।।

