এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ মে : পাকিস্তানের সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কালোবাজারি রুখতে টাস্ক ফোর্সের নজরদারি চলবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আজ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম নজরে রাখার জন্য আমরা মাঝে মাঝেই নজরদারি কমিটি করি৷ আমাদের একটা টাস্ক ফোর্স আছে । যাতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা, পুলিশ, এনফোর্সমেন্ট, চেম্বার্স অ্যাসোসিয়েশন, কোল্ড স্টোরেজ মালিক, দোকানদার এবং কৃষকদের প্রতিনিধিরা আছেন । আজকে আমরা টাস্ক ফোর্স করলাম । নিয়মিত বাজার লক্ষ্য রাখবো । আমরা চাই বাজার স্থায়ী থাক৷ কারণ এখানে কোন সমস্যা নেই । তারপরেও যদি কোন সমস্যা হয় তাহলে ফের মিটিং করব৷’ পাশাপাশি তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন যে নিজের ঘর মনে করে যেন তারাও এই বিষয়ে লক্ষ্য রাখেন ।
গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন আতঙ্কিত না হতে। শুধু তাই নয়, রাজ্যে কন্ট্রোলরুম খোলা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী বেসরকারি স্কুলগুলিকে গরমের ছুটি দেওয়ারও কথা বলেন৷ তিনি বলেন,রাজ্যের স্কুলগুলো ছুটি আছে। প্রাইভেট স্কুলগুলিকে বলব তারা যদি অনুগ্রহ করে রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে ছুটি দিয়ে দেন ভালো হয়। বাচ্চারা বাড়ি থাকলে ভালো হয় । বাড়িতে থেকেই পড়াশোনা করুক ।’ এদিন বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে, সরকারি কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, কোনও সরকারি কর্মী নিজের এলাকা ছাড়তে পারবেন না। যার পোস্টিং যেখানে রয়েছে তিনি আপাতত সেখানেই থাকবেন বলে ঘোষণা করেছে নবান্ন। দেশে যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য প্রস্তুত রয়েছে। মনিটারিং চলবে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন,’চিন্তা করার কোনও ব্যাপার নেই। প্যানিক হওয়ার ব্যাপার নেই।’।

