এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,০৮ মে : বুধবার ‘অপারেশন সিঁদুর’-এর অধীনে পাকিস্তানের পাঞ্জাব এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী লঞ্চ প্যাডে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্বব্যাপী মনোনীত সন্ত্রাসী এবং IC-814 এয়ার ইন্ডিয়ার বিমান ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী আব্দুল রউফ আজহার (Abdul Rauf Azhar) খতম হয়েছে । আজহার ছিল তার ভাই এবং আর এক কুখ্যাত সন্ত্রাসবাদী মাসুদ আজহার কর্তৃক প্রতিষ্ঠিত সন্ত্রাসী সংগঠন জৈশ-ই-মোহাম্মদের সর্বোচ্চ কমান্ডার। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভূমিকা রাখার জন্য সে ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকায় ছিল ।
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাহাওয়ালপুরে জৈশ-ই- মোহাম্মদের সদর দপ্তরে ভারতীয় বিমান হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ জন সদস্য মারা যায়, বুধবার পর্যন্ত গুরুতর আহতদের মধ্যে আজহারও ছিল । পরে তার আহত হওয়ার খবর পাওয়া যায় ।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে, ভারতীয় সশস্ত্র বাহিনী বাহাওয়ালপুর এবং মুরিদকেতে বিমান হামলা চালিয়ে জৈশ এবং লস্করের সদর দপ্তর লক্ষ্য করে ধ্বংস করে দেয়, এই দুটি সন্ত্রাসী গোষ্ঠী ভারতের মাটিতে বছরের পর বছর রক্তপাত এবং হামলার জন্য দায়ী।।

