এইদিন ওয়েবডেস্ক,পাকিস্তান,০৮ মে : ভারত অপারেশন সিঁদূর শুরু করে পাকিস্তানে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালানোর একদিন পর বৃহস্পতিবার পাকিস্তানের লাহোরে একের পর এক বড় আকারের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম এবং রয়টার্স জানিয়েছে যে ওয়ালটন বিমানবন্দরের কাছে লাহোরের গোপাল নগর এবং নাসিরাবাদ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে । পরপর ৩ টি জোরালো বিস্ফোরণ হয় বলে অসমর্থিত সূত্রের খবর৷
পুলিশ সূত্র জানিয়েছে, ৫-৬ ফুট লম্বা ড্রোনের সাহায্যে এই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। সিস্টেম জ্যাম করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছিল। এখনও পর্যন্ত কোনও হতাহত বা বেসামরিক অবকাঠামোর ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতীয় হামলার পর করাচি, লাহোর এবং শিয়ালকোট বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে । পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যে স্থানীয় সময় দুপুর ১২টা (GMT ০৭:০০) পর্যন্ত লাহোর এবং শিয়ালকোট বিমানবন্দরে পরিষেবা পাওয়া যাবে না। করাচি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করার কারণ সম্পর্কে অতিরিক্ত কোনও বিবরণ দেওয়া হয়নি। গতকাল ভোরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের (PoJK) সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরগুলিকে লক্ষ্য করে সমন্বিত হামলা চালায়। গত ২২শে এপ্রিল পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ভারত এই পদক্ষেপ নেয়। ভারতীয় হামলার পর, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতীয় বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং কয়েক ডজন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।।

