এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১১ আগস্ট : আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটে দলের সহকারী পদে বড়সড় রদবদলের সম্ভবনা রয়েছে ৷ এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, প্রধান কোচ রবি শাস্ত্রী ছাড়াও ফিল্ডিং কোচ আর শ্রীধর, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও বোলিং কোচ ভরত অরুণও সরে যেতে পারেন । উল্লেখ্য,শাস্ত্রীসহ বাকি কোচেদের চুক্তি চলতি বছরের নভেম্বরেই শেষ হচ্ছে ৷
রবি শাস্ত্রী ২০১৪ সাল থেকে ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত ছিলেন ৷ তারপর এক বছরের চুক্তিতে কোচ নিযুক্ত হন অনিল কুম্বলে ৷ অনিল কুম্বলের মেয়াদ উত্তীর্ণ হতেই ২০১৭ সালে ফের একবার রবি শাস্ত্রীকে ফিরিয়ে আনা হয় ।
২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েছিল পাকিস্তান । তারপরেই রবি শাস্ত্রীকে ভারতীয় দলের প্রধান কোচ নিযুক্ত করা হয়েছিল । তাঁর কার্যকালের মধ্যে অস্ট্রেলিয়ায় ২ বার টেস্ট সিরিজ জিতেছিল ভারত । দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডও অত্যন্ত ভালো পারফর্ম করেছে ৷ এছাড়া শাস্ত্রীর নেতৃত্বে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত পৌঁছে ছিল টিম ইন্ডিয়া । কিন্তু রবি শাস্ত্রীর কার্যকালের মধ্যে ভারত আইসিসি কোনও ট্রফি জিততে সক্ষম হয়নি ।
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেটে এখন রদবদল চাইছে বিসিসিআইয়ের একটা বড় অংশ ৷ প্রটোকল অনুযায়ি বিসিসিআই টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার পর কোচের জন্য নতুন আবেদনপত্র নেবে ৷ বোর্ডের বেশ কিছু আধিকারিক রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে জোর সওয়াল করেছেন ৷ সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন রাহুল দ্রাবিড় । এদিকে রবি শাস্ত্রী ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কয়েকজন আধিকারিককে ইতিমধ্যে জানিয়েও দিয়েছেন যে, তিনি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দল থেকে বিদায় নেবেন ।।