এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৭ মে : পাকিস্তানে নিযুক্ত ইসলামিক আমিরাতের প্রাক্তন রাষ্ট্রদূত এবং তালিবান নেতা মোল্লা আব্দুল সালাম জাইফ পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাকে রাজনৈতিক বলে বর্ণনা করেছেন এবং সতর্ক করেছেন যে পাকিস্তান জিহাদের নামে পশতুনদের ভারতের বিরুদ্ধে লড়াই করতে উৎসাহিত করবে।তিনি সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ বলেছেন,’এটি হিন্দু ও পাঞ্জাবিদের মধ্যে একটি রাজনৈতিক যুদ্ধ এবং এর কোনও ধর্মীয় মাত্রা নেই। পাঞ্জাব জিহাদের নামে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পশতুনদের উস্কে দেওয়ার চেষ্টা করবে ।’
মোল্লা জাইফ জোর দিয়ে বলেছেন যে পশতুনদের উচিত নিজেদের এবং তাদের সন্তানদের এই পাকিস্তানি খেলা থেকে দূরে রাখা। গত রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কয়েকশ কিলোমিটার দূর থেকে ভারত কাশ্মীর, পাঞ্জাব এবং আরও বেশ কয়েকটি শহরে ভারী রকেট হামলা চালানোর পর এই ঘটনা ঘটল। বুধবার রাতে ভারতীয় সেনাবাহিনী যখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কাছে নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তখন ওই তালিবান নেতা এই মন্তব্য করেন । পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছে যে হামলায় ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে । কিন্তু হতাহতের সংখ্যা আরও বেশি ।।

