এইদিন ওয়েবডেস্ক,০৭ মে : পাকিস্তানের অভ্যন্তরে পরিচালিত ‘অপারেশন সিন্দুর’-এ ইসলামিক সন্ত্রাসী মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ জন সদস্য মারা গেছে । সন্ত্রাসী নেতা মাসুদ আজহারও এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছে । সে জানিয়েছেন যে পাকিস্তানের বাহাওয়ালপুরে মসজিদ সুবহানআল্লাহ-এ হামলায় তার দিদি এবং তার পরিবারের ১০ জন সদস্য মারা গেছে ।
বিবিসি উর্দু’র এক প্রতিবেদনে বলা হয়েছে যে মৃতদের মধ্যে মাওলানা মাসুদ আজহারের দিদি,তার স্বামী, মাসুদ আজহারের ভাগ্নে,ভাগনের স্ত্রী,ভাগ্নী এবং তার পরিবারের পাঁচ সন্তান রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে আজহারের এক ঘনিষ্ঠ সহযোগী, তার মা এবং তার দুই সহযোগী এই হামলায় নিহত হয়েছে ।
এদিকে আজহার পাল্টা আক্রমণের কথাও বলেছে । ওই সন্ত্রাসী বলেছে,’এই আক্রমণটি সমস্ত নিয়ম ভঙ্গ করেছে। এখন কারও কোনও করুণা আশা করা উচিত নয় ।’
উল্লেখ্য, ভারত ৬-৭ মে রাতে অপারেশন সিন্দুর শুরু করে, যেখানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছিল। ভারতের এই হামলায় ৮০ জনেরও বেশি সন্ত্রাসী খতম হয়েছে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের আস্তানাগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে । তারা পাকিস্তান সেনাবাহিনীর উপর আক্রমণ করেনি তবে পাকিস্তান যদি কিছু ভুল করে তবে তারা জবাব দেবে।।

