এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৬ মে : ইনস্টাগ্রামে দেশবিরোধী পোস্ট করার অভিযোগে উত্তরপ্রদেশের এটা পুলিশ ফয়জান আহমেদ নামে এক মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে। ফয়জান ২৫ এপ্রিল ২০২৫ তারিখে ‘জিদ্দি বয় ইউপি শাহানসা’ নামের আইডি থেকে একটি পোস্ট করেছিল । এতে সে পাকিস্তানি পতাকার সাথে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লিখেছিল । পুলিশের সোশ্যাল মিডিয়া সেল এই পোস্টটি ধরে ফেলে।
প্রতিবেদনে বলা হয়, সাব ইন্সপেক্টর অভিষেক কুমার ফাইজানের বিরুদ্ধে জলেশ্বর কোতোয়ালিতে একটি প্রতিবেদন দায়ের করেন। তদন্তে জানা যায় যে, মিজুদ্দিন আহমেদের ছেলে ফয়জান তার বাইকের নম্বর প্লেটের সাথে একটি ছবিও আপলোড করেছিল । বাইক নম্বর থেকে তার ঠিকানা খুঁজে পায় পুলিশ । ফয়জান আহমেদ জলেশ্বরের হাসানগড় গ্রামের বাসিন্দা এবং তার বয়স ১৯ বছর। পুলিশ ফয়জানকে তার বাড়ির কাছে ধরে ফেলে এবং তার মোবাইল বাজেয়াপ্ত করে।সিও জ্ঞানেন্দ্র প্রতাপ সিং বলেন, এটি একটি দেশবিরোধী কাজ। মিজুদ্দিন আহমেদের ছেলে ফয়জানকে কারাগারে পাঠানো হয়েছে।।