এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৫ মে : সামশেরগঞ্জ ও ধুলিয়ানে ওয়াকফ আন্দোলনের নামে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর পর প্রথমবারের মত মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তার আগে বহরমপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। রবিবার রাতে বহরমপুরের মধুপুর এলাকার একটি ক্লাবে স্থানীয় তিন তৃণমূল নেতাকে ঘিরে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে অন্য গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে । প্রাক্তন যুব তৃণমূল সভাপতি মিঠু জৈন,দেবজ্যোতি রায়সহ তিনজনকে পিস্তলে বাট ও লাঠি দিয়ে বেডধড়ক মারধর করা হয়। পাশাপাশি হামলাকারীরা শূন্যে ছয় থেকে সাত রাউন্ড গুলিও চালায় ।
এই ঘটনায় বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মিঠু জৈন ৷ যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা । এই ঘটনায় বহরমপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি সুমন চৌধুরির দিকে অভিযোগের আঙুল তুলেছেন প্রহৃত মিঠু জৈন । পুলিশ অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্ত আয়ুষ সাহা এবং সুমন চৌধুরীকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে । তাঁদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এদিকে আজ সোমবার দুপুরে কলকাতা থেকে বহরমপুরের উদ্দেশে রওনা দেবেন মমতা ব্যানার্জি । মঙ্গলবার সাম্প্রদায়িক হিংসা কবলিত ধুলিয়ানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে তার দেখা করার কথা রয়েছে । তাদের আর্থিক সাহায্য ও বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক অনুদান তুলে দেওয়ার কথা রয়েছে তার । পাশাপাশি সামশেরগঞ্জের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি, সুতিতে তাঁর একটি প্রশাসনিক সভাও রয়েছে । এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলি কোনো প্রকার সাহায্য গ্রহণ করেন কিনা ।।