প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ আগষ্ট : বর্ধমান জিআরপির হাতে গ্রেপ্তার হল তিন রেল ডাকাত। ধৃতদের নাম সুজন সিং, আব্দুল মান্না ও সানি কেওয়াট । ধৃতদের মধ্যে সুজনের বাড়ি দুর্গাপুরের কোকওভেন থানার রায়ডাঙা নবপল্লিতে। অপর ধৃত আব্দুল মান্না হুগলির বৈদ্যবাটি এবং অপর ধৃত সানির বাড়ি একই জেলার শেওড়াফুলিতে ।
জিআরপির দাবি, সোমবার গভীর রাতে দূরপাল্লার ট্রেনে ডাকাতির উদ্দেশ্যে ৮-৯ জন বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন জায়গায় জড়ো হয়েছিল।সেই খবর পেয়ে জিআরপি সেখানে হানা দিয়ে ওই তিনজনকে ধরে ফেলে । বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ভোজালি, সাইকেলের চেন, লোহার রড প্রভৃতি উদ্ধার হয়েছে বলে জিআরপির দাবি করেছে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। সিজেএম ধৃতদের ২৩ আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।।