কাত্যায়নী মন্ত্রঃ
কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যাধিশ্বরী।
নন্দ গোপসুতং দেবীপতিং মে কুরু তে নমঃ ॥
॥ওং হ্রীং কাত্যায়নৈ স্বাহা ॥ ।। হ্রীং শ্রী কাত্যন্যাই স্বাহা ॥
বিভা হেতু মন্ত্রঃ
ওম কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যাধিশ্বরী।
নন্দগোপসুতাং দেবী পতিঃ মে কুরু তে নমঃ ॥
হে গৌরী শঙ্করাধারঙ্গী। যথা ত্বাং শংকরপ্রিয়া ॥
তথা মা কুরু কল্যাণী। কান্তা কান্তা সুদুরলভাম ॥
ওং দেবেংদ্রাণি নমস্তুভ্যং দেবেংদ্রপ্রিয় ভামিনি।
বিবাহং ভাগ্যমারোগ্যং শীঘ্রং চ দেহি মে ॥
ওং শং শংকরায় সকল জন্মার্জিত পাপ বিধ্বংস নায় পুরুষার্থ চতুস্টয় লাভায় চ পতিং মে দেহি কুরু-কুরু স্বাহা ॥
বিভার্থং সূর্যমন্ত্রঃ
ওম ভুইন্দ্রাণী নমস্তুভ্যং ভুইন্দ্রপ্রিয়া ভামিনী।
বিভাহং ভাগ্যমারোগ্যং শিঘরালাভাং চ দেহি মে।