এইদিন ওয়েবডেস্ক,মালদা,১০ আগস্ট : ভাগিরথীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ৪ কিশোরী । স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে যাওয়ায় প্রায় সঙ্গে সঙ্গেই তাদের উদ্ধার করা হয় । নিয়ে যাওয়া হয় হাসপাতালে । কিন্তু তাদের মধ্যে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার ভুতনি থানা কোশিঘাট এলাকায় ৷ মৃত দুই কিশোরীর নাম ফাগনি মাহাতো ও অনিতা মাহাতো । আহতরা বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । কিশোরীদের বাড়ি বাড়ি কালুটমটোলা গ্রামে । মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, ওই চার কিশোরীর বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে । তারা হতদরিদ্র পরিবারের সন্তান । পাটের চাষ করে কিশোরীদের পরিবার । পাট কাটার পর ভাগিরথীতে পচাতে দেওয়া হয় । পরে সেই পাট ছাড়িয়ে বিক্রি করা হয় । পরিবারের লোকজনই সাধারনত পাট ছাড়ানোর কাজ করে । স্থানীয় বাসিন্দা মনিগোপাল শা বলেন, ‘এদিন সকাল থেকেই ওই ৪ কিশোরী পাট ছাড়ানোর কাজ করছিল । একটু বেলার দিকে তারা নদীর ঘাটে স্নান করতে যায় । সেই সময় তাদের মধ্যে দু’জন কোনওভাবে পা পিছলে নদীর জলে পড়ে যায় । বাকি দু’জন তাদের বাঁচাতে গেলে তারাও তলিয়ে যায় ।’
জানা গেছে,ঘটনার সময় ঘাটের কাছে কয়েকজন গ্রামবাসী ছিলেন । তাঁরা জলে নেমে প্রথমে দু’জনকে উদ্ধার করে । পরে আরও দু’জনকে উদ্ধার করা হয় । তারপর চার কিশোরীকে উদ্ধার করে ভুতনি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে ফাগনি মাহাতো ও অনিতা মাহাতোকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । বাকি দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় জেলা হাসপাতালে পাঠানো হয় । মৃত ও আহত কিশোরীদের পরিবারকে সরকারিভাবে সাহায্যের জন্য দাবি জানিয়েছেন গ্রামবাসীরা ।।