এইদিন ওয়েবডেস্ক,কোলাঘাট(পূর্ব বর্ধমান) : কোলাঘাটে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী, বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। বুধবার দিঘায় জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে খোশমেজাজে গল্প করার পর থেকেই তৃণমূলস্তরের বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল । ওই দিন তিনি আজ বৃহস্পতিবার(০১ মে ২০২৫) কর্মসূচির কথা ফেসবুকে ঘোষণা করলে কমেন্ট সেকশনে বিজেপি কর্মীরা তাকে তুলোধুনো করেন । ঘোষণা অনুযায়ী আজ সকাল ১০ টায় কোলাঘাটের বরদা বাজারের একটা বাড়িতে আয়োজিত চা-চক্রে যোগ দিতে গেলে দিলীপ ঘোষ ও তার স্ত্রীকে বিক্ষোভ দেখান বিজেপি-র কর্মী ও সমর্থকরা। দিলীপ ঘোষ অনুগামীদের সঙ্গে শুরু হল তীব্র বাদানুবাদ । ওঠে ‘গো ব্যাক’ স্লোগান । একজন বিক্ষোভকারী রাখঢাক না করেই বলেছেন, ‘তৃণমূলের সঙ্গে গোপন আঁতাত করে চলছে দিলীপ ঘোষ । এটা কখনোই মেনে নেওয়া যায় না ।’ অন্য একজন বলেছেন, ‘বুড়ো বয়সে বিয়ে করার ঘটনাকে আমরা জাস্টিফাই করছিলাম । কিন্তু মুর্শিদাবাদে হিন্দু নরসংহারের পর দিঘায় মমতা ব্যানার্জির সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ ও ছবি তোলার ঘটনাকে আমরা কিছুতেই মেনে নিতে পারছি না ।’
প্রসঙ্গত,দিলীপের দিঘায় মমতা ব্যানার্জির সঙ্গে কথিত সৌজন্য সাক্ষাতের পর রাতেই মেদিনীপুরে বিজেপি-র দলীয় কার্যালয়ের বাইরে দিলীপের ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখানো হয়। পোস্টারে লেখা হয়, ‘ছিঃ ছিঃ ছিঃ দিলীপ ছিঃ, তৃণমূলের দালাল’। আজ কোলাঘাটের বরদা বাজারের কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারাতেও দেখা যায় দিলীপ ঘোষকে । তাকে বলতে শোনা গেছে, ‘কত অনুগামী আমি দেখছি দাঁড়াও। কাল বিজেপি-তে এসে আমাকে শেখাচ্ছে ।’ পরে চা-চক্রে গিয়ে দিলীপ বলেন, দিলীপ ঘোষ আসল কথা বলেছে বলেই এসব করছে। দিলীপ ঘোষ বলবেই, মুখ বন্ধ করতে পারবে না ।’।