এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ মে : বুধবার দিঘায় জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের খোশ মেজাজে গল্প করার ঘটনায় রাজ্য বিজেপিতে তোলপাড় চলছে । বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ,তরুনজ্যোতি তিওয়ারি থেকে শুরু করে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় পর্যন্ত দিলীপ ঘোষের নিন্দায় সরব হয়েছেন । বিজেপির তৃণমূল স্তরের কর্মীরা তো দিলীপ ঘোষকে “বিশ্বাসঘাতক” তকমা পর্যন্ত দিচ্ছেন । পালটা আক্রমণ করেছেন দিলীপবাবুও । ফলে ২০২৬ সালের বিধানসভার নির্বাচনের আগে দিলীপ ঘোষ ইস্যুতে বিজেপির অন্দরে শুরু হয়েছে চরম কোন্দোল । তবে এই বিষয়ে সাবধানি ভূমিকায় নিতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে । তিনি ‘দিলীপ ইস্যু’কে তৃণমূল কংগ্রেসের “প্লান্টেড” বলে মন্তব্য করে রাজ্যের মিডিয়াকেও একহাত নিয়েছেন । তিনি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে পীড়িত হিন্দুদের মধ্যে হতাশার সৃষ্টি করতে মিডিয়া এই কাজ করছে ।’
আজ কলকাতার বড়বাজারের মেছুয়াবাজার ফলপট্টি এলাকায় আগুন লাগা হোটেল পরিদর্শন করতে গিয়ে দিলীপ ঘোষ ইস্যু নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি এই বিষয়ে কোন মন্তব্য করব না । এটা মিডিয়ার সৃষ্টি । হিন্দুদের মধ্যে বিভাজনের সৃষ্টি করার চেষ্টা হচ্ছে । মুর্শিদাবাদের হিন্দু নরসংহার, কাশ্মীরের পাহেলগামে প্যান্ট খুলে হিন্দু চিহ্নিত করার পর হিন্দু নিধন নিয়ে আগে আলোচনা করুন পাকিস্তানে রাফায়েল বিমান কখন ঢুকবে ? পাকিস্তানকে কখন গুড়িয়ে দেব?’
তিনি বলেন,’তৃণমূলের সৃষ্টি এই সমস্ত কথাগুলো আপনারা প্রচার করেন । আমি শুভেন্দু অধিকারী এর কোন মন্তব্য করিনা এবং করবও না । আমার ২০১১ এর আগে শপথ ছিল সিপিএম যাক । যে আসে আসুক, আগে বাংলা বাচুক । আজকের বক্তব্য মমতা ভাগাও হিন্দু বাঁচাও । মমতা ভাগাও বেকার বাঁচাও । এর বাইরে কোন কথা হতে পারে না । লক্ষ্যে আমরা স্থির । আমরা ডান দিক, বাম দিক, পিছন দিক দেখছি না সামনে তাকাচ্ছি । ৮ মাস পরে পিসিকে হারাবো । ভাইপোকে জেলে ঢোকাবো ।’।
Subhendu Adhikari calls ‘Dilip issue’ ‘planted’ by Trinamool; says: ‘Media is trying to create disillusionment among Hindus’

