এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১০ আগস্ট : সোনা রুপোর গহনার দোকানে চুরির ঘটনায় ২ যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ধৃতরা হল তাপস দাস ও বলরাম দাস । ধৃতের বাড়ি যথাক্রমে ভাতার থানার শ্রীপুর ও রামপুর গ্রামে । সোমবার রাতে গ্রেফতারের পর মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে তুলে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ৷
জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বাসিন্দা ভগবৎ কর্মকার নামে জনৈক এক ব্যাবসায়ী গত ৩ জুলাই ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তিনি পুলিশকে জানান, ভাতারের দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় তাঁর একটি সোনারুপোর দোকান রয়েছে । প্রতিদিনের মত গত ২ আগস্ট সন্ধ্যায় তিনি যথারীতি দোকান বন্ধ করে বাড়ি চলে যান । কিন্তু পরের দিন সকালে দোকানের শাটার খুলতেই দেখেন পিছনের দিকের দেওয়াল কেটে ভিতরে ঢুকে লক্ষাধিক টাকার সোনারুপোর গহনা চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা ।
এদিকে ওই ব্যাবসায়ীর কাছ থেকে অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে ভাতার থানার পুলিশ ৷ শেষে পুলিশ সোমবার রাতে এই ঘটনায় যুক্ত ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় । তবে পুলিশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে৷ পুলিশ জানিয়েছে,ধৃতদের জেরা করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে ।।