এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ এপ্রিল : রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন বিজেপির জাতীয় নির্বাহী সদস্য স্বপন দাসগুপ্ত । তিনি মমতা ব্যানার্জির সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের ছবি শেয়ার করে এক্স-এ লিখেছেন,’একজন প্রাক্তন রাজ্য সভাপতির এই স্পষ্ট বিশ্বাসঘাতকতার ঘটনায় বাংলার বিজেপির তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে যে ক্ষোভ দেখা দিয়েছে, তা জাতীয় নেতৃত্বের পক্ষে উপেক্ষা করা সম্ভব নয়।’
প্রসঙ্গত,আজ বুধবার স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে দিলীপ ঘোষ দিঘায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোশ মেজাজে গল্প করতে দেখা যায় । মুর্শিদাবাদে হিন্দুদের উপর হামলার পর এটা মেনে নিতে পারছেন না রাজ্য বিজেপির নেতারা । এর আগে সাংসদ সৌমিত্র খাঁ ‘ত্যাগী থেকে ভোগী’ হয়ে ওঠা দিলীপ ঘোষকে ‘বাংলার বিজেপির লজ্জা’ বলে নিশানা করেছেন । বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি স্পষ্ট বলেছেন, ‘আজকের পর থেকে আমি অন্তত আপনাকে আর আমার নেতা মানতে পারবো না।’
যদিও এত সমালোচনায় ভ্রুক্ষেপহীন দিলীপ ঘোষ । তিনি দিঘায় সাংবাদিকদের বলেছেন,’পুরী থেকে জগন্নাথ দেব দিঘায় এসেছেন । তাই পুজো দিতে এলাম ।’ দিঘায় মন্দির নির্মানের জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করার পাশাপাশি নিজের দলের মধ্যে সমালোচনার শিকার হওয়ার জবাবে তিনি বলেন, ‘সুবিদ্ধি দিন।’ সাংবাদিকদের সাথে কথা বলার সময় দিলীপের পাশে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে দেখা যায় । ফলে দিলীপ ঘোষের তৃণমূলে যোগদানের জল্পনা প্রবল হতে শুরু করেছে ।।

