প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩০ এপ্রিল : প্রভু জগন্নাথ দেবের পুজোর প্রধান ফুল হল পদ্ম । দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের প্রাক্কালে সেই পদ্ম ও ঘাসফুল শিবিরের মহামিলনের অপরুপ শোভা দেখলেন পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দারা ।ঘাসফুল শিবিরের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন ও কার্যকরী সভাপতি ভূতনাথ মালিকের সঙ্গে বসে জায়েন্ট স্ক্রিনে দীঘায় জগন্নাথ মন্দিরে চলা যজ্ঞ দেখলেন পদ্ম শিবিরের মণ্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল ও তাঁর পার্ষদরা।এমন “সেটিং“ দেখে সিপিএম ও কংগ্রেস নেতারা মুচকি হেসে বললেন,’এ আর নতুন কি ! তৃণমূলের চাণক্য খ্যাত মুকুল রায় তো বহু দিন আগেই স্পষ্ট করেদিয়ে ছিলেন “বিজেপি মানেই তৃণমূল“।
বুধবার অক্ষয় তৃতীয়ার দিন, জাঁকজমক পূর্ণ ভাবে দীঘায় উদ্বোধন হচ্ছে জগন্নাথ মন্দিরের। মন্দিরের দ্বারোদঘাটনের আগে মঙ্গলবার সেখানে হয় যজ্ঞ। সেই উপলক্ষে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি জামালপুরেও জায়েন্ট স্ক্রিনে যজ্ঞের সরাসরি সম্প্রচার ও মন্দির উদ্বোধনের মুহূর্তের ভিডিও দেখানোর ব্যবস্থা তৃণমূলের তরফে করা হয়েছে।প্রভু জগন্নাথ দেবের স্মরণে সেই জায়েন্ট স্ক্রিনের সামনেই মঙ্গলবার একাত্ম হয়ে যার তৃণমূল ও বিজেপি।
দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী । দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে সোমবার বর্ধমান এসে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর নাম মুখে না এনে বলেন,“জগন্নাথ মন্দির করে উনি পাপ খণ্ডন করতে চাইছেন। কিন্তু তা হবে না।জগন্নাথ দেবের হাত নাই।তবে তিনি তার চোখ দিয়ে সব দেখছেন“। তবে জামালপুরের বিজেপি মণ্ডল সভাপতি সে পথে হাঁটেননি । উল্টে তিনি দীঘায় জগন্নাথ মন্দির গড়ে তোলার জন্য মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,দীঘায় জখন্নাথ মন্দির উদ্বোধনের দিনটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার কাছে গর্বের দিন। মুখ্যমন্ত্রী সম্প্রীতির বার্তা দিয়ে জগন্নাথ মন্দির গড়ে তুলেছেন, এতে আমি ধন্য”।
আর বিজেপিকে বিঁধে জামালপুর ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক অভিযোগ করেন, “মঙ্গলবার দীঘায় যজ্ঞ উপলক্ষ্যে মানুষ যাতে সেখানে পৌঁছাতে না পারে, তাই কিছু ট্রেন বন্ধ করেছে কেন্দ্র সরকার। তবে জামালপুরে বিজেপি নেতা যে ধর্ম আর বাংলার উন্নয়নে বিশ্বাস রেখেছেন সেটা জায়েন্ট স্ক্রিনের সামনে বসে তার দীঘায় চলা যজ্ঞের দৃশ্যে দেখার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে”। যদিও বিজেপি নেতা প্রধান চন্দ্র পালের এই তৃণমূল প্রীতি দেখে বেজায় চটেছেন জেলা ও ব্লকের অনেক বিজেপি নেতা। তাঁরা প্রধান চন্দ্র পালের তৃণমূল প্রীতির কথা মঙ্গলবার রাতেই বাজ্য বিজেপি নেতাদের কাছে পৌছে দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবিও জানিয়েছেন ।।