শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২৯ এপ্রিল : সোমবার রাত্রে বিক্ষিপ্ত বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলার ভাতার এলাকার সড়ক পথগুলি কার্যত মরণফাঁদ হয়ে গেছে । গ্রামাঞ্চলের রাস্তা থেকে গুরুত্বপূর্ণ সড়ক পথগুলি চরম বিপজ্জনক হয়ে উঠেছে । জানা গেছে, বর্তমানে বোরো মরশুমের ধান তোলার কাজ চলছে। আর জমি থেকে ধান তোলার জন্য ব্যবহৃত হারভেস্টার মেশিন ও ট্রাক্টরের চাকায় জমি থেকে রাস্তায় উঠে আসছে প্রচুর কাদা । ইতিমধ্যেই ধান তোলার আগে থেকেই গাড়ি মালিকদের সচেতন করতে লাগাতার প্রচার অভিযানে নেমেছিলেন ভাতার থানার পুলিশ। কিন্তু সেভাবে গাড়ি মালিকরা কাদা পরিষ্কারের উদ্যোগী হননি বলে অভিযোগ ।
ফলে সোমবার রাত্রে বিক্ষিপ্ত বৃষ্টির পর যাতায়াতের রাস্তাগুলি কার্যত মরণফাঁদ হয়ে গেছে । মঙ্গলবার সকাল থেকেই ভোগান্তির শিকার হন সাইকেল আরোহী, বাইক আরোহী ,টোটো চালক থেকে শুরু করে চার চাকার গাড়ি চালকরা। ছাত্র-ছাত্রীদের স্কুলে পৌঁছাতে চরম সমস্যায় পড়তে হয়। বিপদজনক রাস্তায় বিভিন্ন জায়গায় ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়তে হয় গাড়িচালকদের। ভাতারের স্বর্ণচালিদা এলাকায় বিপজ্জনক রাস্তায় আটকে পড়ে স্কুল বাস। প্রশাসনের কড়া নির্দেশে ওই রাস্তাটি পরিষ্কারের উদ্যোগ নেন গাড়ি মালিকরা।
স্থানীয় বাসিন্দা নিশিথ কুমার মাঝি ও আজিম মল্লিকের দাবি, রাস্তা বিপজ্জনক ও যাতায়াতের অযোগ্য হওয়ায় মঙ্গলবার সকাল থেকেই কার্যত ঘরবন্দী হয়ে পড়েছিলেন গ্রামের বাসিন্দারা। রোগীদের চিকিৎসা করাতে নিয়ে যেতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয়। শুধুমাত্র পুলিশ প্রশাসন এই বিপদজনক রাস্তার পরিস্থিতি নিয়ে পদক্ষেপ গ্রহণ করলে সমস্যা মিটবে না। গাড়ির মালিক ও গ্রামের জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করলেই এই ভয়ানক পরিস্থিতি থেকে রেহাই পাবেন বলে মনে করছেন তারা ।।