এইদিন ওয়েবডেস্ক,ঝাড়খণ্ড,২৭ এপ্রিল : ঝাড়খণ্ডের সরাইকেলা-খারসাওয়ান জেলার ঝিমরি গ্রামে বাড়িতে ঢুকে ১৯ বছরের হিন্দু মেয়েকে বন্দুকের মুখে অপহরণ করেছে মহম্মদ তসলিম আনসারি নামে এক মুসলিম ব্যক্তি । অভিযুক্ত বিবাহিত এবং তিন সন্তানের জনক বলে জানা গেছে । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় । ক্ষিপ্ত জনতা তসলিম আনসারির বাড়ি, দোকান এবং গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে । অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় হিন্দুকে গ্রেপ্তার করেছে ঝাড়খণ্ড পুলিশ । এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।
জানা গেছে,বৃহস্পতিবার ঝিমরি গ্রামের বাসিন্দা মুসলিম যুবক মোহাম্মদ তসলিম একই গ্রামের বাসিন্দা একটি হিন্দু পরিবারের বাড়িতে ঢুকে তাদের ১৯ বছর বয়স্ক মেয়েকে অপহরণ করে। মেয়ের পরিবারের দাবি, ওই যুবক পিস্তল নিয়ে ঘরে ঢুকে মেয়েটির মাথায় ঠেকিয়ে অপহরণ করে । ভুক্তভোগীর পরিবারও এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেছে। কিন্তু পুলিশও তাদের কথা শুনছে না। যার ফলে হিন্দুরা চরম ক্ষিপ্ত হয়ে ওঠে । এরপর ক্ষিপ্ত জনতা আজ বাজারের দোকানগুলিতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় ।
জানা গেছে, মহম্মদ সাকিলের ছেলে মহম্মদ তসলিম বন্দুকের মুখে মাহাতো সম্প্রদায়ের এক মেয়েকে অপহরণ করেছে । ক্ষুব্ধ হয়ে পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা বাজারের দিকে রওনা দেয়। তারা অভিযুক্তদের দোকান ভাঙচুর করে এবং অনেক দোকানে আগুন ধরিয়ে দেয়। ক্ষুব্ধ লোকজন গ্রামের অনেক মুসলিম বাড়িতেও আগুন ধরিয়ে দেয়। ভিড় নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । তবে পুলিশ এখনো পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করতে পারেনি, অভিযুক্ত যুবককেও গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার খবর পাওয়া মাত্রই জেলা ডেপুটি কমিশনার এবং পুলিশ সুপার সহ স্থানীয় পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বর্তমানে উত্তেজনাপূর্ণ পরিবেশের পরিপ্রেক্ষিতে, গ্রাম এবং আশেপাশের এলাকায় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার পর ঝিমরি গ্রামকে কার্যত পুলিশ ক্যাম্পে রূপান্তরিত করা হয়েছে।
বিজেপির অভিযোগ, ঝাড়খন্ড সরকারের প্রশ্রয়ে বিশেষ সম্প্রদায়ের লোকজনদের এতটাই মনোবল বেড়ে গেছে যে ঘরে ঢুকে আমাদের মা-বোনদের ইজ্জত হানির চেষ্টা করছে । তাদের আরো অভিযোগ যে মেয়েটিকে উদ্ধার এবং অপরাধীকে গ্রেপ্তার না করে উল্টে প্রতিবাদী গ্রামবাসীদের উপর লাঠির কাজ করেছে পুলিশ । তারা মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।।