এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৭ এপ্রিল : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের এক হিন্দু যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে৷ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সুনামগঞ্জের দিরাইয় উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামে । নিহত যুবক প্রান্ত দাস (২০) বাউসী গ্রামের মৃত সেবক দাসের ছেলে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয় ।
নিহতের পরিবার ও দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পাশাপাশি খলায় ধান শুকানো শেষে বস্তাবন্দি করছিলেন নিহত যুবকের ভাই পলাশ দাস ও প্রতিবেশী চান মিয়ার ছেলে মহম্মদ শাকিল। ধান উঠানো নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পলাশ দাসকে হুমকি দিয়ে দৌড়ে বাড়ির দিকে যায় শাকিল। পরে ধারাল অস্ত্র হাতে ফিরে এসে পলাশ দাসকে সেখানে না পেয়ে তার ছোট ভাই প্রান্ত দাসকে এলোপাথাড়ি কোপায় মহম্মদ শাকিল। বুকের বামপাশে অস্ত্রের ফলা বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় প্রান্ত দাস।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনি রানী তালুকদার প্রান্ত দাসকে মৃত ঘোষণা করেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে বলে জানান তিনি ।।