এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৭ এপ্রিল : বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি মাদক পাচারকারী খতম হয়েছে । শনিবার ভোর রাত ৩টার দিকে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এই ঘটনা ঘটে। বাংলাদেশের আনসার–ভিডিপি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মহেশপুরের ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা এই তথ্য নিশ্চিত করেছেন।
ওই দুই বাংলাদেশি দুষ্কৃতীরা হল,উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মহম্মদ ওবায়দুল (২৩)। যাদবপুর ইউনিয়নের দফাদার ওমর আলী জানান, আজ রবিবার সকালে সীমান্ত এলাকায় গিয়ে তিনি বিএসএফের গুলিতে নিহতের ঘটনা জানতে পারেন।
আনসার–ভিডিপি সূত্রে জানা গেছে, নিহত দুজন মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিল । ঘটনার সময় তাঁরা ফেনসিডিলসহ ভারতে যাওয়ার সময় মধুপুর সীমান্ত এলাকায় বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি করে। এতে তাঁরা ঘটনাস্থলেই মারা যায় ।বিজিবি –৫৮ ব্যাটালিয়ানের কমান্ডার জানান, আজ রবিবার সকাল ৮টা ৫০ মিনিটে মোবাইল ফোনে কল করে বিএসফের কমান্ডার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের তথ্য জানান।।