এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৫ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর, কেন্দ্রীয় সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং তাৎক্ষণিকভাবে সমস্ত পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল করেছে। এই ঘটনার পর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার (২৫ এপ্রিল, ২০২৫) সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলেছেন এবং তাদের নিজ নিজ রাজ্যে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করে বলেন যে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতে কোনও ধরণের অবহেলা সহ্য করা হবে না। শাহ আরও বলেন, সমস্ত রাজ্য সরকারকে নিশ্চিত করতে হবে যে কোনও পাকিস্তানি নাগরিক যাতে অবৈধভাবে ভারতে থাকতে না পারে এবং যাদের বৈধ ভিসা ছিল তাদের এখন বাতিল করা হয়েছে, তাই তাদেরও শীঘ্রই দেশ ছেড়ে যেতে হবে। রাজ্যগুলিকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে যাতে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করা যায়।
এদিকে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ কবে নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে । বিশেষ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ,মালদা,নদীয়া,দুই ২৪ পরগণা, প্রভৃতি সীমান্তবর্তী এলাকা ছাড়াও কলকাতায় অগনিত বাংলাদেশি ও রোহিঙ্গা ঘাঁটি গেড়ে বসে আছে বলে অভিযোগ । এমনকি শাসকদল তৃণমূল কংগ্রেস লক্ষ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভোটার কার্ড, আধার কার্ড সহ যাবতীয় নাগরিক পরিচয়পত্র করে দিয়েছে বলে অভিযোগ । যেকারণে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাসের আমূল পরিবর্তন ঘটে গেছে বলে অভিযোগ ।।
