শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ এপ্রিল : নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই রাস্তার নির্মাণের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের ভাতারের বনপাস গ্রাম পঞ্চায়েতের চাঁদাই গ্রামে ৷ আজ কাজ শুরু হতেই বেশ কিছু মহিলা ও পুরুষ জড়ো হয়ে প্রথমে বিক্ষোভ দেখায় ৷ বিক্ষোভের জেরে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় ঠিকাদার । জানা গেছে, ভাতারের বনপাশ অঞ্চলের চাঁন্দাই গ্রামে সাগর ধরার বাড়ি হইতে তিনমাথা পর্যন্ত ১৩৫ মিটার দৈর্ঘ্য ঢালাই রাস্তা নির্মাণের জন্য দরপত্র ডাকা হয়েছিল। পঞ্চদশ অর্থ কমিশন ফান্ড থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা অর্থ বরাদ্দ হয়। ইতিমধ্যেই ঠিকাদার ঢালাই রাস্তা তৈরির জন্য নির্মাণ সামগ্রী ফেলতে শুরু করে।
স্থানীয়দের অভিযোগ, ঢালাই রাস্তা নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী। নিয়ম অনুযায়ী ঢালাইয়ের আগে রাস্তার বেড তৈরির জন্য বালি ভরাট করা হয়। কিন্তু ঠিকাদার বালির পরিবর্তে পাথরের ধুলো ব্যবহার করতে গেলে আপত্তি জানায় স্থানীয়রা। তাদের দাবি বালির পরিবর্তে ছাইয়ের মতো ধুলো দিয়ে ভরাট করা হলে অল্পদিনের রাস্তা নষ্ট হয়ে যাবে। তাই তারা নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন। তারা সাফ জানিয়ে দেন নিয়ম মেনে সঠিকভাবে ঢালাই রাস্তা নির্মাণ করতে হবে ঠিকাদারকে।
ঠিকাদার শেখ জাকির হোসেনের দাবি, স্থানীয়দের সঙ্গে কথা বলেই বালির পরিবর্তে পাথরের ডাস্ট ব্যবহার করা হচ্ছিল। যদি আপত্তি ওঠে তাহলে বালি ব্যবহার করা হবে। বনপাস গ্রাম পঞ্চায়েতের প্রধান চম্পা আরশ মাল বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি সিডিউল মেনেই ঠিকাদারকে কাজ করতে হবে।।

