এইদিন ওয়েবডেস্ক,ফেনি,২৪ এপ্রিল : ভারতে রোহিঙ্গা ও বাংলাদেশী মুসলিমদের অনুপ্রবেশের সুযোগ করে দিলেও হিন্দুদের বেলায় উল্টো চিত্র দেখা যায় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীদের ব্যবহারে । দুঃখের প্রাণ বাঁচাতে ভারতে ঢুকতে যাওয়ার মুহূর্তে একটা হিন্দু পরিবারকে আটকে দিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী । বুধবার রাতে বাংলাদেশের ফেনীর পরশুরাম উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী-সন্তানসহ চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। উপজেলার বাঁশপাদুয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
হতভাগ্য পরিবারটি নোয়াখালীর হাতিয়া থানার চৌরাংগী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা । আর তারা হলেন, হরেন্দ কুমার শীলের ছেলে শ্রীদাম চন্দ্র শীল (৪৮), তার স্ত্রী সঙ্গীতা রানী শীল (৪৩) এবং তাদের সন্তান নোবেল চন্দ্র শীল (২১) ও বর্ষা রানী শীল (১৮)।
ওই চারজনসহ বাঁশপাদুয়া গ্রামের নুরুল করিমের ছেলে মহম্মদ হাসান (৩০) এবং উপজেলার খণ্ডলহাই উত্তর কেতরাঙ্গা গ্রামের আবদুল কাদেরের ছেলে মহম্মদ আলী আহমেদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বিজিবি জানায়, একই পরিবারের ওই চার সদস্য অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিজিবি অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের এক সদস্য পালিয়ে যায়।
লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, আটক চার বাংলাদেশি নাগরিককে আজ বৃহস্পতিবার সকালে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।পরশুরাম মডেল থানার ওসি মহম্মদ নুরুল হাকিম বলেন, আটক চারজন ও মানবপাচার চক্রের দুই সদস্যের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ও মানবপাচার আইনে মামলা করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।।

