এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ এপ্রিল : কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার ঘটে যাওয়া নৃশংস সন্ত্রাসী হামলায় অন্তত ২৮ জন ভারতীয় পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটেছে । নিহতদের মধ্যে প্রায় সকলেই হিন্দু । এমনকি,ধর্ম পরিচয় নিশ্চিত করতে পুরুষদের প্যান্ট খুলে খৎনা পর্যন্ত পরীক্ষা করা হয়েছিল । কলকাতার বেহালার বাসিন্দা নিহত বিতান অধিকারীর স্ত্রীর সাথে বিজেপি নেতা শংকুদেব পান্ডার টেলিফোনে কথোপকথনের অডিও প্রকাশ করেছেন রুদ্রনীল ঘোষ । সদ্য বিধবা হওয়া ওই তরুনীকে স্পষ্ট ভাষায় বলতে শোনা গেছে, ‘সন্ত্রাসীরা নিজেদের মধ্যে বলাবলি করছিল, ‘শাঁখা-সিঁদুর দেখলে বা কলমা না পড়লে মেরে দে’ ।
কিন্তু এরপরেও রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ‘হিন্দু-মুসলিম’ পৃথক করায় আপত্তি জানিয়েছেন । তার কথায়, ‘ভারতীয় শহিদ হয়েছে’ । আজ বুধবার বেহালায় নিহত সমীর গুহর বাড়িতে পরিবারের লোকজনদের সমবেদনা জানাতে গিয়েছিলেন ফিরহাদ হাকিম । পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,’হিন্দু মুসলমানের ব্যাপার নয় । ভারতীয় নাগরিককে মারা হয়েছে, আপনারা এই সবের মধ্যে দিয়ে যাবেন না । যারা মেরেছে তারা কোন ধর্মের নয় । কোন ধর্ম সন্ত্রাস শেখায় না, নিরীহ মানুষকে খুন করা শেখায় না। যারা করেছে তারা কাপুরুষ । তারা শুধু গুলির ভাষা বোঝে । তাদের এমন শাস্তি দেওয়া উচিত যে সাধারণ মানুষের দিকে আর যেন চোখ তুলে তাকাতে না পারে ।’
শুধু তাইই নয়, এই শোকের আবহের মাঝেও নিরাপত্তার ঘাটতির প্রসঙ্গ তুলে তাকে রাজনীতি করতে দেখা যায় । ফিরহাদ বলেন,’আমরা ভেবেছিলাম, ৩৭০ ধারা তুলে দিয়ে কাশ্মীর বদলে গেছে, কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থাকবে। কিন্তু সেখানে সেনা-জওয়ান ছিল না। আর্মি কোথায় ছিল? গোয়েন্দারা কোথায় ছিলেন? এই অপদার্থতা কেন?’
প্রসঙ্গত,এই সেই ফিরহাদ হাকিম, যিনি ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন,’যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন এবং তাদের ইসলামে আনলে আল্লাহ তায়ালাকে খুশি করা হবে৷’ এই সেই ফিরহাদ হাকিম যিনি রাজ্যের অধিকাংশ মানুষ উর্দুতে কথা বলতে শুরু করলে আনন্দিত হবেন বলেও মন্তব্য করেছিলেন । এই সেই ফিরহাদ হাকিম যিনি ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার’ কথা বলেছিলেন । যিনি কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকাকে ‘মিনি পাকিস্তান বলেছিলেন । কিন্তু মুর্শিদাবাদের জঙ্গিপুরে বেছে বেছে হিন্দুদের উপর হামলা নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি তিনি ।।
Firhad Hakim objects to the separation of ‘Hindu-Muslim’ in the Pahalgaon terror attack, says: ‘Indians have been martyred’